কতটা নিরাপদ বাংলা? সুরক্ষিত শহরের মহিলারা? কী বলছে NCRB-র রিপোর্ট

এ শহর জানে আমার প্রথম সবকিছু৷ মুখে মুখে মুখে মুখে ফেরে এই গান৷ কিন্তু, জানেন কি, বাংলার গর্বের রাজধানী  তিলোত্তমা কলকতা কতটা নিরাপদ? মাস তিন আগে ২০১৭ সালের অপরাধের নিরিখে দেশের নিরাপদতম শহরের তালিকায় উজ্জ্বল অবস্থান জানিয়েছে কলকাতা৷ ২০১৮ সালেও কলকাতা ও বাংলায় অপরাধের সংখ্যা কমেছে বলে রিপোর্ট প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর বা এনসিআরবি৷ তবে, বেড়েছে মহিলাদের উপর অপরাধের ঘটনা৷

কলকাতা: এ শহর জানে আমার প্রথম সবকিছু৷ মুখে মুখে মুখে মুখে ফেরে এই গান৷ কিন্তু, জানেন কি, বাংলার গর্বের রাজধানী  তিলোত্তমা কলকতা কতটা নিরাপদ? মাস তিন আগে ২০১৭ সালের অপরাধের নিরিখে দেশের নিরাপদতম শহরের তালিকায় উজ্জ্বল অবস্থান জানিয়েছে কলকাতা৷ ২০১৮ সালেও কলকাতা ও বাংলায় অপরাধের সংখ্যা কমেছে বলে রিপোর্ট প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর বা এনসিআরবি৷ তবে, বেড়েছে মহিলাদের উপর অপরাধের ঘটনা৷

সর্বশেষ সমীক্ষা বলছে, নিরাপদ শহরের নিরিখে দেশের মেট্রো শহরের তালিকার শীর্ষে কোয়েম্বাটোর৷ অপরাধের হার ১৩৪.৪টি৷ বাংলার রাজধানী কলকাতার অপরাধের হার ১৩৯.৫৷ একটুর জন্য প্রথম স্থান হারিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা৷

তিন বছরের পরিসংখ্যান তুলে ধরে এনসিআরবি জানিয়েছে, ২০১৬ সালে কলকাতায় মোট অপরাধের সংখ্যা ছিল ২২ হাজার ৫১৯৷ ২০১৭ সালে তা কমে হয় ১৯ হাজার ৯২৫টি৷ ২০১৮ সালে সেই সংখ্যা আরও কমে হয়েছে ১৯ হাজার ৬৮২টি৷ শহর কলকাতায় কমেছে খুন থেকে ধর্ষণের মতো গুরুতর অপরাধ৷

এনসিআরবির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মহিলাদের উপর অপরাধের সংখ্যা বেড়েছে৷ ২০১৮ সালে শহর কলকাতায় মহিলাদের উপর অপরাধের সংখ্যা ছিল ২ হাজার ১৭৬টি৷ ২০১৭ সালের থেকে ২০১টি বেশি৷ এর মধ্যে বেশিরভাগ অভিযোগ উঠেছে পণের জন্য বধূ নিগ্রহ৷

শহর কলকাতা মতোই অপরাধের সংখ্যা কমেছে গোটা বাংলায়৷ ২০১৬ সালে বাংলায় বিভিন্ন অপরাধের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৬ হাজার ৫৬৯টি৷ ২০১৭ সালে ১৩ হাজার অপরাধ কম দায়ের হয়েছে৷ ২০১৮ সালে  অপরাধের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৬১০টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + five =