কলকাতা: আর কয়েকদিন পরেই কলকাতা পুরভোট। ইতিমধ্যে যেসব রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং প্রচার শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যেক দল নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিন্তু তৃণমূল কংগ্রেস একটু বেশি আশাবাদী নির্বাচন নিয়ে। সম্প্রতি দলীয় সমীক্ষা প্রকাশ পেয়েছে তাদের এবং সেখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিততে চলেছে এই ভোট। দলের আভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী তাদের ধারে কাছে নেই কেউ।
যে আভ্যন্তরীণ সমীক্ষা প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে, আসন্ন কলকাতা নির্বাচনে কমপক্ষে ৫২ শতাংশ থেকে সর্বোচ্চ ৮৬ শতাংশ ভোট পেতে পারে তারা। ওয়ার্ড ভিত্তিক ফল অনুযায়ী ১৪৪ টি আসনের মধ্যে ১৩৮ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস বলে দাবি করা হয়েছে। ঘাসফুল শিবির মনে করছে, বিধানসভা নির্বাচনের পর যে উপ নির্বাচন হয়েছে তাতেও মানুষের রায় একেবারে স্পষ্ট দিকে এগিয়েছে। তাই এক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল হওয়া ছাড়া আর কোনও জায়গা নেই। সেই প্রেক্ষিতে যদি পঞ্চায়েত নির্বাচনের মতো কোনো রকম গণ্ডগোল না হয় তার দিকে নজর দিচ্ছে দলীয় কর্মীরা।
তবে কলকাতার পুরভোট নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে কারণ আদালতে মামলা চলছে। প্রথম থেকেই এই নির্বাচনের বিরোধিতা করে আসছিল বিজেপি এবং তারা দাবি করেছিল সব পুর নির্বাচন একসঙ্গে করতে এবং গণনাও যাতে একই দিনে হয়। যদিও আদালত সেই দাবি মেনে নেয়নি এবং মামলা চলাকালীন নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। সেই নিয়ে আবার অন্য বিতর্ক সৃষ্টি হয়েছে। মাঝে মনে করা হচ্ছিল যে নির্দিষ্ট দিনে হয়তো কলকাতা নির্বাচন হবে না কিন্তু এখন আর সেই রকম কোনো পরিস্থিতি নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।