বাংলার রেল প্রকল্পে কত টাকার বাজেট বরাদ্দ করল কেন্দ্র?

কলকাতা:কেন্দ্রের রেল বাজেটে বাংলার কপালে জুটল নাম মাত্র বরাদ্দ৷ গত বছরের তুলনায় বেশ কিছু মেট্রো প্রকল্পের বরাদ্দ বেশ খানিকটা কমানো হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার বাজেট রিপোর্টে দেখা গিয়েছে, থমকে থাকা জোকা বিবাদী বাগ মেট্রোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বরাদ্দ বেশ খানিকটা কমানো হয়েছে৷ গত বছর ১১০০ কোটি টাকা

90ce0f283d45fcb432e4b2598f75d58e

বাংলার রেল প্রকল্পে কত টাকার বাজেট বরাদ্দ করল কেন্দ্র?

কলকাতা:কেন্দ্রের রেল বাজেটে বাংলার কপালে জুটল নাম মাত্র বরাদ্দ৷ গত বছরের তুলনায় বেশ কিছু মেট্রো প্রকল্পের বরাদ্দ বেশ খানিকটা কমানো হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার বাজেট রিপোর্টে দেখা গিয়েছে, থমকে থাকা জোকা বিবাদী বাগ মেট্রোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বরাদ্দ বেশ খানিকটা কমানো হয়েছে৷ গত বছর ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এ বছর তা কমিয়ে ৯০৫ কোটি টাকা করা হয়েছে৷

নিউ গড়িয়া-বিমানবন্দর প্রকল্পেও কমানো হয়েছে বরাদ্দ৷ গত বছরের থেকে ১০ কোটি টাকা কমিয়ে এবার বরাদ্দ করা হয়েছে ৩৪৫ কোটি টাকা৷ তবে নোয়াপাড়া-বারাসত প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে৷ গত বছর ওই প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল ১৮৭ কোটি টাকা৷ এবার বাড়িয়ে ২২৫ কোটি টাকা করা হয়েছে৷ বরাদ্দ বেড়েছে বরানগর-দক্ষিণেশ্বর প্রকল্পেরও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *