কলকাতা: শক্তি বাড়িয়ে ক্রমেই স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’। আজই রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দুপুর গড়াতেই ক্রমে বদলাচ্ছে আবহাওয়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশে জমেছে দুর্যোগের মেঘ৷ এমনকি বেশ কিছু জায়গায় শুরু হয়েছে হালকা বৃষ্টি এবং দাপুটে হাওয়া৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে দফায় দফায় চালানো হচ্ছে সতর্ক বার্তা৷ রাজ্যের পাশাপাশি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বুধবার দুপুরে উত্তর বঙ্গোপসাগরে এই ঝড়ের গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৯০ কিলোমিটারর। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। ১২০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে উত্তর ২৪ পরগনার উপকূল এলাকা এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার উপরের অংশে। ৮০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদীয়া এবং পুরুলিয়ায়। বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, নদীয়াতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷