কলকাতা: ক্রমেই ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি৷ হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হবে৷ ২১ মার্চের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে ৷ তবে অশনির কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না৷ কারণ অশনির অভিমুখ রয়েছে বাংলাদেশ ও মায়ানমারের দিকে৷ শক্তি বাড়িয়ে এই দুই দেশের উপকূলেই আছড়ে পড়বে অশনি৷
আরও পড়ুন- মদের আবদার স্ত্রী না মেটানোয় বঁটি দিয়ে গলায় কোপ স্বামীর
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর আন্দামান সাগরের দিকে এগিয়ে যাবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তার গতিপথ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। ফলে এ রাজ্যের উপর অশনির কোনও প্রভাব পড়বে না। তাই দিনের তাপমাত্রায় হেরফের হওয়ার সম্ভাবনাও তেমন নেই৷ তাপমাত্রার পারদ থাকবে উর্ধ্বমুখী৷ এর মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় অস্বস্তিও বাড়বে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ এর পর উত্তর ও উত্তর-পূর্ব দিকে মুখ ঘুরিয়ে বুধবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়বে৷ তেমনটাই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিস৷ দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে৷ আগামী ১৯ মার্চ সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ বলয় তৈরি হবে। আগামিকাল ২০ মার্চ সকালের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বরাবর গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গাায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এর কয়েক দিনের মধ্যেই এই নিন্মচাপটি শক্তিশালী হবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>