কলকাতা: রবিবার বামেদের ব্রিগেড সমাবেশের আগে মোদি-মমতাকে কাঠগড়ায় তুলে কেন্দ্র-রাজ্যকে কড়া ভাষায় সমালোচনা করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম৷ শনিবার সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে ‘তথ্য-সন্ত্রাসে’র অভিযোগ তোলেন সেলিম৷
বলেন, ‘‘তথ্য জানার অধিকারে প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না, রাজ্য ও কেন্দ্র৷ উলটে, পুলিশকে দিয়ে ফোন করে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর জেলায় জেলায় সভা, মিটিং, বিদেশে ভ্রমণ, হেলিকপ্টার ব্যবহারের খরচ কত তা আরটিআই করে জানতে চাওয়া হয়েছিল৷ কিন্তু, উত্তর তো এলেই না৷ বরং যে আরটিআই করেছেন, তাঁকে ফোন করে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে পুলিশ৷ ঠিক একই ভাবে কেন্দ্রেও মোদির বিদেশ ভ্রমণের খবর জানতে চাওয়া হলেও উত্তর দেওয়া হচ্ছে না৷’’
তৃণমূল-বিজেপি ‘একই মুদ্রার দু’পিঠ’ বলে কটাক্ষ করেন সেলিম৷ বলেন, ‘‘এই মুহূর্তে তথ্য সন্ত্রাস চলছে৷ তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু, তা পূর্ণাঙ্গ নয়৷ বিজেপি বলছে, আমরা অসংগঠিত শ্রমিকদের পেনশন দেব৷ কিন্তু, দেশে অসংগঠিত শ্রমিক কত তা জানানো হচ্ছে না৷ দেশে-রাজ্যে কৃষক আত্মহত্যা করছেন৷ দু’জনেই বলছে, অ-কৃষি কারণে তাঁদের মৃত্যু হয়েছে৷ কৃষকদের বিক্ষোভ সামাল দিতে দু’জনেই টাকা দেওয়া কথা ঘোষণা করেছে৷ কিন্তু, কত কৃষক এই প্রকল্পের মধ্যে পড়বে, তা উল্লেখ নেই৷ মোদী সিন্ডিকেটের কথা বলছেন, অথচ উনি নিজেই রাফাল ডিলে দালালি করছেন৷ দুই সরকারই দুর্নীতিগ্রস্ত এই দু’ই দলই এক৷ এভাবেই চলছে দেশ৷ এভাবেই চলছে রাজ্য৷ তাই আমরা আগামী কাল এই সরকারের বিরুদ্ধে ব্রিগেড সমাবেশ করব৷’’