হুগলী: বাংলায় লোকসভা ভোটে এবার ২৫ থেকে ৩০টি আসন পাবে বিজেপি৷ শনিবার হুগলীর জনসভায় থেকে আগাম জানিয়ে দিলেন রাজনাথ সিং৷ তিনি বলেন, ‘‘এখানে এত মানুষের সমর্থন দেখে আমি অভিভূত। এই সভা দেখার পর বলছি, এবারেই বাংলায় রাজনৈতিক পটচিত্র বদলাতে চলেছে৷এখান থেকে ২৫ থেকে ৩০টি আসন পাবে বিজেপি৷’’
এদিন তৃণমূলকে আক্রমণ করে রাজনাথ বলেন, “এখানে আমাদের কোনও সভা করতে দেওয়া হয় না৷ মার খাচ্ছে আমাদের কর্মীরা। তাই বলছি আপনারা হিম্মত হারবেন না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা আপনাদের সঙ্গে আছে৷ বিশ্বাস রাখুন, আগামী দিনে সরকার আমাদের হবে৷ নিজের জীবনকে বাজি রেখে পঞ্চায়েত ভোটে আপনারা কাজ করেছেন। প্রাণও গেছে অনেকের। তাঁদের বলিদান বিফলে যাবে না। কি হয়েছে এই বাংলায়? আগে বলা হত, বাংলা আগে যা করে ভারতবর্ষ পরে তাই করে, এখন আর তা হয় না৷ এখন অনেকটাই পিছিয়ে পরেছে বাংলা। এখানে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়। বাংলায় মা-মাটি-মানুষ সুরক্ষিত নয়। তাই বলছি, তাদের সুরক্ষিত করতে এখানে খালি কমল ফুটবে৷”
প্রধানমন্ত্রীর প্রশংসা করে সরাস্ট্র মন্ত্রী তাঁর ভাষণে বলেন, “২০১৪ বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসে। গত চার বছরে মোদীজি সারা দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করেছেন। আগে ভারতকে গরিব দেশ বলে জানত দুনিয়া। ভারতে আজ দ্রুত অর্থ ব্যাবস্থার উন্নতি হচ্ছে। তাই ভারতবর্ষকে গরিব দেশ বলা হয় না। এই কাজটা নরেন্দ্র মোদীজি করেছেন। আগামী দিনে দুনিয়ার মধ্য ভারতবর্ষ তৃতীয় স্থানে থাকবে।’’