বাংলায় কটা আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন বিপ্লব দেব

হুগলী: “২০১৯ এর লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করবে বিজেপি, ৪২ এ ৪২ পাবে বিজেপি”, হুগলীতে এসে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার হুগলীতে এসে প্রথমে আরামবাগে বিজেপির একটি জনসভায় যোগ দেন তিনি। নিজের বক্তব্যে তৃণমূলকে তুলোধোনা করেন তিনি। তিনি বলেন, “বাংলায় এখন পরিবর্তন চাইছে সাধারণ মানুষ। ২০১১ সালে তৃণমূলকে আনার পর মানুষ

বাংলায় কটা আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন বিপ্লব দেব

হুগলী: “২০১৯ এর লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করবে বিজেপি, ৪২ এ ৪২ পাবে বিজেপি”, হুগলীতে এসে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার হুগলীতে এসে প্রথমে আরামবাগে বিজেপির একটি জনসভায় যোগ দেন তিনি। নিজের বক্তব্যে তৃণমূলকে তুলোধোনা করেন তিনি।

তিনি বলেন, “বাংলায় এখন পরিবর্তন চাইছে সাধারণ মানুষ। ২০১১ সালে তৃণমূলকে আনার পর মানুষ বুঝতে পেরেছে কি ভুল করেছে। সাত বছরে ওনার মমতায় ত্রাহি ত্রাহি রব উঠেছে বাংলা জুড়ে। দিদি এখন পুরো বাংলাটাই সিন্ডিকেটের রাজ বানিয়ে ফেলেছেন। এই বাংলার ভূমিতে কত মনিষী জন্ম নিয়েছিলেন। মমতা তাঁদের জেরক্স কপি হতে চেয়েছিলেন। বাংলায় মানুষ এখন অরিজিনাল মোদীকে চায়। নকলি চায় না। আপনি তো এমএলএ ছিলেন, মন্ত্রীও হয়েছেন। আপনার অভিজ্ঞতা তো বেশি। কিন্তু ত্রিপুরাতে জিরো থেকে শুরু করে ক্ষমতায় এসেছে বিজেপি।”

এদিন হুগলীর জনসভা থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ত্রিপুরাতে স্বনির্ভর বাজেট করেছি। এখানে দিদি কোনওদিনই করতে পারল না। ট্রান্সপারেন্ট সরকার চলছে ত্রিপুরাতে। এখানে রয়েছে নানারকমের স্ক্যাম, এটা দিদির ভূষণ না হলে দিদিকে সুন্দর লাগবে না।” বিপ্লব দেব আক্রমণাত্মক সুরে আরও বলেছেন, “দিদি ধৃতরাষ্ট্রের ভুমিকায় এখানে রয়েছে। ভাইপোকে ছাড়া তিনি কিছু দেখতে পাচ্ছেন না। বিজেপি এসে বাংলাকে মহান করবে। ”

বিরোধীদের মহাজোট প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রে জোটের মজবুর সরকার নয়। মজবুত সরকার চাই। ১২৫ কোটির ভারতবাসীর সরকার চাই। সমস্ত চোরের টিম এক হয়েছে। তাদেরকে বাংলায় ডেকে বাংলাকে অপমান করেছেন দিদি। এবারের নির্বাচন মহাভারতের শেষ লড়াই। বাংলাতে সেটা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরিবদের জন্য কাজ করছেন। যেখানেই আমাদের সভা হচ্ছে তৃণমূল নানা ভাবে বাধা দিচ্ছে। এখান থেকে বাংলার জনতাকে বলব, ”বিনাশ কালে বিপরীত বুদ্ধি”। আপনারা যত আটকাতে চাইবেন আমাদের জমি ততই শক্ত হবে এখানে।” বক্তব্যের শেষে তিনি আবারও বলেন, “বাংলায় ৪২-৪২ পাবে বিজেপি।” আরামবাগের সভা শেষ করে তিনি হুগলীর মশাটের একটি জনসভায় বক্তব্য রাখেন। এর পরেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fourteen =