নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় আসন জয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা কি আদৌ সম্ভব? এবার সরাসরি বঙ্গ বিজেপির সঙ্গে কথা বলে এ ব্যাপারে একেবারে বাস্তব চিত্র বুঝে নিতে চাইছেন খোদ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আর এই লক্ষ্যে আগামী ১১ মার্চ, সোমবার দিল্লিতে বিজেপির বঙ্গ শিবিরের শীর্ষ নেতাদের ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কোন জায়গায় রয়েছে, তা বুঝতে চাইছেন বিজেপি সভাপতি। সবথেকে বড় কথা, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা বাছাইয়ের কাজ কতটা এগিয়েছে, তাও বাংলার বিজেপি নেতাদের কাছ থেকে জানতে চাইছেন অমিত শাহ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা আগামী সোমবারের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দিতে পারেন দলের বঙ্গ নেতৃত্ব। ইতিমধ্যেই অমিত শাহ নির্দেশ দিয়েছেন, পশ্চিমবঙ্গের মোট ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তত ২৩টি আসনে জয়লাভ করতেই হবে। তার মধ্যে ১৮টি আসন বেছে নিয়ে আলোচনা শুরুও করেছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, সাংগঠনিক ভিত্তির পাশাপাশি লোকসভা আসন জয়ের এই লক্ষ্যমাত্রা পূরণে দলীয় প্রার্থী বাছাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বিলক্ষণ জানেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতারা। এবং সেই কারণেই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে চাইছেন অমিত শাহ নিজে।