BJP ছেড়ে কতজন ফিরছেন তৃণমূল? কতজন যোগাযোগ রাখছেন? খোলসা করলেন কুণাল

BJP ছেড়ে কতজন ফিরছেন তৃণমূল? কতজন যোগাযোগ রাখছেন? খোলসা করলেন কুণাল

কলকাতা:  ভোটের আগে শুরু হয়েছিল দল বদলের খেলা৷ বলতে গেলে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দেওয়ার প্রায় হিড়িক পড়ে গিয়েছিল৷ কিন্তু দল বদলের সেই সিদ্ধান্তের জন্য সম্প্রতি দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন সোনালী গুহ৷ লিখেছেন, ‘‘আবেগে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম৷ মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আমিও আপনাকে ছাড়া বাঁচব না৷’’ মনে করা হচ্ছে, সোনালীর মতো আরও অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন৷ আসতে চাইছেন কিছু বিধায়কও৷ কিন্তু কত জন যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে? উত্তরটা জানালেন কুণাল ঘোষ৷ 

আরও পড়ুন- রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সঠিক তথ্য দিচ্ছেন না তুষার মেহতা, আদালতে জোড় সওয়াল

তৃণমূলের মুখপাত্রের কথায়, ৭-৮ জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে চান৷ যদিও ফল প্রকাশের পর ঘাস ফুল শিবিরের তরফে দাবি করা হয়েছিল, ১৭ জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে৷ তবে সেই দাবি উড়িয়ে রবিবার কুণাল ঘোষ বলেন, ৭ থেকে ৮ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন৷ বলা যায় শাসক দলে যোগ দিতে চলেছেন তাঁরা৷ এর মধ্যে তৃণমূল থেকে বিজেপি’তে যাওয়া কিছু বিধায়কও আছেন৷ এখানেই থামেননি তিনি৷ কুণালের দাবি, বেশ কিছু বিজেপি সাংসদও নাকি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ কিন্তু তাঁরা কারা? সে সম্পর্কে অবশ্য খোলসা করেননি কুণাল ঘোষ৷ 

আরও পড়ুন- ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ছাড়ছেন লকেট, খোঁচা কুণালের

বঙ্গ ভোটের আগে রাজ্য জুড়ে দেখা গিয়েছিল বিজেপি যোগের হিড়িক৷ তেমনই ভোটের ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল উল্টো ছবি৷ রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলে ফেরার পালা৷ ভোটের আগে বিজেপিতে গিয়ে যাঁরা সুবিধা করতে পারেননি, তাঁরা এখন চাইছেন পুরনো ঘরে ফিরতে৷ সে কারণেই তৃণমূল দাবি করেছিল, ১৭ জন বিধায়ক নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে৷ যদিও গতকাল সংখ্যাটা স্পষ্ট করে দিলেন কুণাল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *