শীতের আমেজ থাকবে আরও কত দিন? জানাল হাওয়া অফিস

কলকাতা: জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজ থাকবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা৷ তবে এখনই আরও জাঁকিয়ে শীত পড়ার মতো পরিস্থিতি নেই৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রার কিছুটা ওঠা-নামা চলবে৷ আবহাওয়াগত বিচারে শীত বলতে যা বোঝায়, তা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকে৷ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে

শীতের আমেজ থাকবে আরও কত দিন? জানাল হাওয়া অফিস

কলকাতা: জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজ থাকবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা৷ তবে এখনই আরও জাঁকিয়ে শীত পড়ার মতো পরিস্থিতি নেই৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রার কিছুটা ওঠা-নামা চলবে৷

আবহাওয়াগত বিচারে শীত বলতে যা বোঝায়, তা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকে৷ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকলে শীত আছে বলে মনে করা হয়৷ এবার যা পরিস্থিতি তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১০ ফেব্রুয়ারির পরও শীতের ছোঁয়া থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷ এবার এখনও পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ টানা ভালো শীত পেয়েছে৷ শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি না হলেও ডিসেম্বর-জানুয়ারি মাসে বেশিরভাগ দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল৷ ডিসেম্বর মাসের শেষ থেকে এখনও পর্যন্ত মাঝেমধ্যে দু’-এক দিন ছাড়া রোজই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =