কোন রুটে চলবে কটি লোকাল ট্রেন? পড়ুন বিস্তারিত

কোন রুটে চলবে কটি লোকাল ট্রেন? পড়ুন বিস্তারিত

কলকাতা: দীর্ঘ প্রায় ৭ মাস পর বুধবার থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন৷ করোনা বিধি মেনে সংক্ষিপ্ত পরিষেবা দেওয়া হবে৷ আপাতত শিয়ালদহ-হাওড়ায় ৬১৫টি ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেল৷ ৮১টি ট্রেন বেশি চালাবে দক্ষিণ পূর্ব রেল৷ কোন রুটে কটি লোকাল ট্রেন চলবে, তার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে পূর্ব রেল ও দক্ষিণপূর্ব রেল৷ রেল সফরে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার৷ নিত্যযাত্রীদের জন্য সিজন টিকিটের বৈধতা বাড়িয়ে দেওয়া হয়েছে৷ আজ চলছে সেই প্রক্রিয়া৷ লোকাল ট্রেনে দূরত্ব বিধি পালনে মাঝের আসনে ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি লোকাল ট্রেন চালানো হবে৷ হাওড়া ডিভিশনে চলবে ২০২টি লোকাল ট্রেন৷ যাত্রী সংখ্যা দেখে পরবর্তী সময়ে লোকাল বাড়ানো হতে পারে৷
 

শিয়ালদহ ডিভিশনের ৪১৩টি লোকাল ট্রেনে চলবে৷ ২৭০টি লোকাল ট্রেন চলবে শিয়ালদহ মেন শাখায়৷ শিয়ালদহ দক্ষিণে ১৪৩টি লোকাল ট্রেন চলবে৷ শিয়ালদহ-কৃষ্ণনগরের মধ্যে মাত্র ২২টি লোকাল ট্রেন চলাচল করবে৷ নৈহাটি-শিয়ালদহের মধ্যে চলাচল করবে ২৪টি লোকাল ট্রেন৷ শিয়ালদহ-লালগোলা ভায়া রানাঘাট শাখায় চলাচল করবে ১০টি ট্রেন৷অন্যদিকে, শিয়ালদহ-বনগাঁ শাখায় চলবে ৩৯টি লোকাল ট্রেন৷ বনগাঁ-দমদমের মধ্যে চলবে ৭টি লোকাল৷ মাঝেরহাটে চলবে দু’টি ট্রেন৷ শিয়ালদহ-হাসনাবাদ শাখায় চলাচল করবে মাত্র ২৬টি লোকাল৷ শিয়ালদহ থেকে বারাসত ও দত্তপুকুরের মধ্যে ৮টি লোকাল ট্রেন চলাচল করবে৷ শিয়ালদহ-শান্তিপুর শাখায় চলবে ১৪টি লোকাল৷ কল্যাণী সীমান্তে ১৪টি, ব্যারাকপুরে ১৮টি, ডানকুনি ও বারুইপাড়া রুটে চলালচ করবে ৩২টি লোকাল ট্রেন৷ শিয়ালদহ গেদে রুটে চলবে ২৪টি লোকাল৷ শিয়ালদহ-রানাঘাটের মধ্যে ১৩টি লোকাল চলবে৷ রানাঘাট থেকে বনগাঁ শাখায় চলবে ১৭টি লোকাল ট্রেন৷
 

শিয়ালদহ দক্ষিণে চলবে ১৪৩টি লোকাল৷ শিয়ালদহ থেকে বজবজের মধ্যে চলবে ২৭টি লোকাল৷ লক্ষ্মীকান্তপুর-নামখানা রুটে চলবে ২১টি লোকাল৷ ডায়মন্ড হারবার শাখায় চলবে ২৪টি লোকাল৷ শিয়ালদহ-ক্যানিংয়ের মধ্যে চলবে ৩১টি লোকাল৷ শিয়ালদহ-সোনারপুরে ১৯টি ও বারুইপুর শাখায় ২১টি লোকাল ট্রেন চলবে৷ হাওড়া ডিভিশনে আতাত চলবে ২০২টি লোকাল ট্রেন৷ হাওড়া-ব্যান্ডেলে ৩৮টি, হাওড়া গোঘাট রুটে ১০টি, হাওড়া থেকে কাটোয়া শাখার মধ্যে চলাচল করবে ১২টি লোকাল ট্রেন৷ হাওড়া-তারকেশ্বরে ১৯টি, বর্ধমান মেনে ২০টি,  বর্ধমান কর্ডে ২২টি, বারুইপাড়ায় দু’টি, মশাগ্রামে ৪টি লোকাল ট্রেন চলাচল করবে৷ ব্যান্ডেল-কাটোয়ার মধ্যে ৮টি, ব্যান্ডেল-নৈহাটির মধ্যে ১৮টি, হরিপাল শাখায় ২টি, শ্রীরামপুরে ৬টি, পাণ্ডুয়ায় ২টি, ব্যান্ডেল-পাণ্ডুয়া শাখায় একটি লোকাল ট্রেন চলাচল করবে৷

দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ৮১ টি ট্রেনের মধ্যে ৪০ টি আপ এবং ৪১ টি ডাউন ট্রেন চলবে। ৪০ টি আপ ট্রেনের মধ্যে ১৩ টি চলবে হাওড়া-মেদিনীপুর শাখায়,‌ ৮ টি ট্রেন চলবে হাওড়া-পাঁশকুড়া শাখায়, একটি চলবে সাঁতরাগাছি-পাঁশকুড়া শাখায়। একই সঙ্গে, ৪ টি ট্রেন চলবে হাওড়া-আমতা শাখায়, ২ টি হাওড়া হলদিয়া শাখায়, ৪ টি হাওড়া-খড়গপুর, ‌২ টি হাওড়া-মেচেদা, ১ টি শালিমার-মেছেদা, ২ টি সাঁতরাগাছি-মেচেদা, ১ টি পাঁশকুড়া-দীঘা, ১ টি মেছেদা-দীঘা এবং ১ টি শালিমার-সাঁতরাগাছি শাখায় চলবে৷

অন্যদিকে, ৪১ টি ডাউন ট্রেনের মধ্যে ১২ ট্রেন চলবে মেদিনীপুর-হাওড়া শাখায়, ৮ টি চলবে পাঁশকুড়া-হাওড়া শাখায়, ৩ টি চলবে মেচেদা-হাওড়া শাখায়। একই সঙ্গে, ১ টি হাওড়া-বাগনান, ৪ টি‌ আমতা-হাওড়া, ৫ টি খড়গপুর-হাওড়া, ২ টি হলদিয়া-হাওড়া, ১ টি‌ দীঘা-পাঁশকুড়া, ‌১ টি পাঁশকুড়া-সাঁতরাগাছি শাখায় চলবে। প্রতিদিনের টিকিট এবং সিজন টিকিট বিভিন্ন স্টেশনের কাউন্টার থেকেই মিলবে। সিজন টিকিটের ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

তবে স্টেশনে যাত্রীদের ঢুকতে হবে করোনাভাইরাস সর্তকতা বিধি মেনেই। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা থেকে শুরু করে, ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। একইসঙ্গে নিয়মমাফিক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে প্যাসেঞ্জারদের। ট্রেনের বসার জায়গায় নির্ধারিত নিয়ম অনুযায়ী বসতে হবে, নিয়ম ভাঙলে জরিমানা হবে। এদিকে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই প্লাটিনাম জুবিলী সেলিব্রেশন করতে চলেছে পূর্ব রেলওয়ে। এই উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, সতর্কতামূলক অনুষ্ঠান এবং মাস্ক বিতরণ অনুষ্ঠান করবে রেল কর্তৃপক্ষ। পুরো অনুষ্ঠান হবে করোনাভাইরাস সর্তকতা বিধি মেনে। একইসঙ্গে এ বছর বাজি না পোড়ানোর জন্য আবেদন করবে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 17 =