৭ দফার ভোটে কত কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়?

কলকাতা: আগামী সপ্তাহেই প্রথম দফার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। সাত দফার ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে, তা নিয়ে বুধবার আইজি বিএসএফের সঙ্গে আলোচনা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেই আলোচনায় এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি (সশস্ত্র পুলিস) রণবীর কুমার উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আসা-যাওয়া, থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

৭ দফার ভোটে কত কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়?

কলকাতা: আগামী সপ্তাহেই প্রথম দফার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। সাত দফার ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে, তা নিয়ে বুধবার আইজি বিএসএফের সঙ্গে আলোচনা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেই আলোচনায় এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি (সশস্ত্র পুলিস) রণবীর কুমার উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আসা-যাওয়া, থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। এদিন প্রথম দফার ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। আজ বৃহস্পতিবার তারা রুটমার্চ করবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। তবে কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে এখনও ডিইও (নর্থ) দিব্যেন্দু সরকার রিপোর্ট দেননি। তিনি কলকাতার পুলিস কমিশনার অনুজ শর্মার কাছে ভিডিও ফুটেজ চেয়েছেন। সেই ভিডিও ফুটেজ এলে রিপোর্ট পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। সেই রিপোর্ট পাওয়ার পর কমিশনের কর্তারা তা খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি সমস্ত সরকারি বাস থেকে সরকারি বিজ্ঞাপন খুলে ফেলতে পরিবহণ দপ্তরকে চিঠি দিচ্ছেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =