আরও কতদিন তাণ্ডল চালাবে ভ্যাপসা গরম? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: অস্বস্তির গরম থেকে এখনই রক্ষা পাচ্ছে না বাংলা৷ সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর৷ হাওয়া অফিসের মতে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ এই ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সাধারণ মানুষ৷ হাওয়া অফিস জানিয়েছে, আর্দ্রতা না কমায় বাড়ছে অস্বস্তি৷ আবহবিদদের মতে, বর্ষা যত এগোবে, তত বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ৷ ফলে, তাপপ্রবাহ না থাকলেও, অস্বস্তি

আরও কতদিন তাণ্ডল চালাবে ভ্যাপসা গরম? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: অস্বস্তির গরম থেকে এখনই রক্ষা পাচ্ছে না বাংলা৷ সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর৷ হাওয়া অফিসের মতে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ এই ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সাধারণ মানুষ৷

হাওয়া অফিস জানিয়েছে, আর্দ্রতা না কমায় বাড়ছে অস্বস্তি৷ আবহবিদদের মতে, বর্ষা যত এগোবে, তত বাড়বে  জলীয় বাষ্পের পরিমাণ৷ ফলে, তাপপ্রবাহ না থাকলেও, অস্বস্তি থাকবে৷ দক্ষিণে অস্বস্তি থাকলেও উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলিছে৷ আগামী দু’এক দিনে উত্তরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে৷ দার্জিলিং, কালিম্পং , জলপাইগুড়ি জেলায় সম্ভাবনা রয়েছে৷

সূত্রের খবর, বর্ষা আসতে বেশ কিছুটা সময় লাগবে৷ কেরালাতে ১ জুনের বদলে ৬ তারিখ বর্ষা ঢুকবে জানিয়েছে মৌসম ভবন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =