কলকাতা: বিদ্যালয়ে পঠন-পাঠন চালু করার দাবিতে বুধবার বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তবে স্কুল-কলেজ কবে খুলবে তা নিয়ে শিক্ষামন্ত্রী কিংবা রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের দাবি, রাজ্যজুড়ে অফিস-কাছারি, দোকানপাট, বাজারহাট, শপিংমল, সিনেমাহল, রাজনৈতিক মিটিং-মিছিল-সমাবেশ সবই জোরকদমে চলছে। বন্ধের মধ্যে শুধু স্কুল-কলেজে পঠন-পাঠন। শুধুমাত্র শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ রেখে বাকি সবকিছু খুলে দেওয়ার পরও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০০-এর নিচে। সুস্থতার হার প্রায় ৯৭ শতাংশ। তা সত্ত্বেও কেন বিদ্যালয় পঠন-পাঠন বন্ধ থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঐক্য মঞ্চের কর্মকর্তারা।
এই দাবি নিয়ে এদিন ঐক্য মঞ্চের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অনিমেষ হালদার, তমাল মণ্ডল এবং অভিজিৎ মণ্ডল, অমিত হালদার, বিষ্ণু হরি জানা প্রমুখের নেতৃত্বে বিকাশ ভবনে গিয়ে কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি ও শিক্ষামন্ত্রীর দফতরে ডেপুটেশন দেওয়া হয়। ঐক্য মঞ্চের কর্মকর্তাদের মতে, সমস্ত রকম কোভিড স্বাস্থ্যবিধি মেনে অন্ততপক্ষে উচ্চশ্রেণীর ক্লাসগুলি চালু করা যেতেই পারে। যদিও মঞ্চের এই দাবিতে এখনও পর্যন্ত কিছুই জানায়নি শিক্ষা দফতর। স্কুল-কলেজে পঠন-পাঠনের ভবিষ্যৎ এখনও ধোঁয়াশার মধ্যে।