কলকাতা: নির্বাচনী পর্ব চলাকালীন রেশন ব্যবস্থা খতিয়ে দেখতে তিনদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব রবিকান্ত। আজ, শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনি রাজ্যে থাকবেন। এই সময়ে রাজ্য খাদ্য দপ্তর ও কেন্দ্রীয় সরকারি সংস্থা ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক হবে।
এফসিআই-এর গোডাউন ও রেশন দোকান পরিদর্শন করার কর্মসূচিও রয়েছে তাঁর। লোকসভা নির্বাচনের জন্য যখন আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে, তখন কেন্দ্রীয় খাদ্য সচিবের এই সফর হবে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি চালু থাকার জন্য তিনি কোনও বৈঠকে থাকবেন না। আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় সচিব বৈঠক করবেন। মন্ত্রী বলেন, আমাদের কোনও অসুবিধা নেই। এ রাজ্যে রেশন ব্যবস্থা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চলেছে। কেন্দ্রীয় সচিব সব কিছু দেখে যান না। এর আগেও দিল্লি থেকে খাদ্য মন্ত্রকের আধিকারিকরা রাজ্য এসে সরকারের কাজকর্মের প্রশংসা করে গিয়েছেন।
তবে রেশন ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েন অনেক দিন ধরে চলছে। এফসিআই-এর ভূমিকা নিয়ে রাজ্য সরকার খুশি নয়। রাজ্যের চাষিদের কাছ থেকে সংগৃহীত ধান থেকে উৎপাদিত চালের একটা বড় অংশ এফসিআই নিক, এটা রাজ্য চাইছে। কিন্তু রাজ্যের চাহিদা অনুযায়ী চাল এফসিআই নিচ্ছে না বলে অভিযোগ। দিল্লিতে এফসিআই-এর সদর দপ্তরে গিয়ে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে এসেছেন রাজ্য খাদ্য দপ্তরের শীর্ষকর্তারা। কেন্দ্রীয় খাদ্য সচিব কলকাতায় এসে দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে এফসিআই-এর চাল নেওয়ার প্রসঙ্গটি উঠবে।