কলকাতা: নাগরিক আইন ও এনআরসি আতঙ্কের মাঝে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা৷ দফায় দফায় সংশোধনের কাজ শেষ হওয়ার পর প্রকাশিত হয়েছে চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা৷ নয়া ভোটার তালিকায় অন্তত প্রায় ২ লক্ষ ৭৫ হাজার নাম বাদ পড়েছে৷ কিন্তু, প্রশ্ন হচ্ছে, কীভাবে দেখবেন ভোটার তালিকায় আপনার নাম আছে কি না? নয়া তালিকায় নিজের নাম আছে কি না, তা জেনে রাখা জরুরি৷
ভোটার তালিকায় নিজের নাম আছে কি না, তা জানতে খুব কিছু কষ্ট করতে হবে না৷ ঘরে বসে অনলাইনে দেখা যাতে পারে তালিকা৷ প্রথমেই আপনাকে যেতে হবে রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবাসইটে৷ ceowestbengal.nic.in খুলুন৷ সেখানে একটি নিচের দিকে লেখা আছে, Search Your Name In Voter List৷ আপনার ডানদিকে পাবেন একটি প্যানেল৷ ওই লিঙ্কটা খুললে আরও একটি উইন্ডো খুলে যাবে৷ সেখানে তিনটি Search Type খুলবে৷ প্রথমে আসবে State wise, District wise, AC wise৷ অর্থাৎ তিন ভাবে দেখে যাবে৷ কিন্তু, সব থেকে সহজ পদ্ধতি হল, Search By : নাম কিংবা EPIC No. বা ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করা৷ সেখানে EPIC নম্বর দিতে হবে৷ ক্যাপচা কোর্ড যা দেখবেন, সেটাই লিখবে৷ তারপর Search করলেই খুলে যাবে তালিকা৷ এছাড়াও নিজের নাম ও ক্যাপচা কোর্ড Search করলেই খুলে যাবে তালিকা৷ নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ভোটার তালিকায় আপনার নাম আছে কি না জানতে পারবেন৷ http://wberms.gov.in/web_searchengine/Default.aspx
আজ দুপুরে রাজভবনের রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে৷ কমিশনের দেওয়া তথ্য বলছে, ভোটার তালিকায় নতুন করে নাম তুলেছেন ২০ লক্ষ ৬৯ হাজার ভোটার৷ ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার ভোটারের৷ ভোটার কার্ড সংশোধনে ঠিকানা স্থানান্তর, ভোটার কার্ডে সংশোধন সংক্রান্ত বেশ কিছু নাম বাদ গিয়েছে৷ তবে তাতে চিন্তা করার কোনও কারণ নেই বলে জানিয়েছে কমিশন৷ নির্বাচন কমিশনের আশ্বাস, নির্দিষ্ট সময়ের মধ্যে এই নামগুলি ভোটার তালিকায় উঠে যাবে৷ তাতে কারো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও জানিয়েছে কমিশন৷
এই সংক্রান্ত আরও খবর পড়তে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷ আর পেয়ে যান গুরুত্বপূর্ণ খবর৷