কী ভাবে সূচনা হয়েছিল জামাই ষষ্ঠীর? ইতিহাসের সরণী বেয়ে দেখা যাক

কী ভাবে সূচনা হয়েছিল জামাই ষষ্ঠীর? ইতিহাসের সরণী বেয়ে দেখা যাক

6013d139a794717821f6facdb22e41b8

কলকাতা:  আজ জামাইষষ্ঠী৷ বাংলার ঘরে ঘরে এই প্রথা পালন করা হয় মহাসমারোহে৷ এটি নতুন কোনও প্রথা নয়৷ সেই বৈদিক যুগ থেকেই পালিত হচ্ছে জামাইষষ্ঠী৷ ফি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে মা ষষ্ঠী পুজো করা হয়৷ কেউ কেউ মা ষষ্ঠীর প্রতিমা দিয়ে পুজো করেন৷ কেউ আবার  ষষ্ঠীদেবীর ছবিতে পুজা নিবেদন করা হয়। অনেকে আবার ঘটও স্থাপন করে থাকেন৷ কিন্তু কী ভাবে জামাইষষ্ঠীর সূচনা হয়েছিল? 

আরও পড়ুন- ৭ দিনের মধ্যে খালি করতে হবে ফ্ল্যাট, শোভনকে উচ্ছেদ নোটিশ শ্যালকের

মূলত ষষ্ঠীদেবীর পার্বন উপলক্ষেই এই প্রথার উদ্ভব৷ কথিত আছে এক গৃহবধূ স্বামীর ঘরে মাছ চুরি করে খেয়েছিলেন আর দোষ দিয়েছিলেন বিড়ালের উপর৷ এতে মা ষষ্ঠী অসন্তুষ্ট হন৷ এবং তাঁর সন্তান হারিয়ে যায়৷ তিনি মনে করেন এটা তাঁর পাপেরই ফল৷ এর পরেই ওই গৃহবধূ বনের মধ্যে গিয়ে মা ষষ্ঠীর আরাধনা শুরু করেন৷ মা ষষ্ঠী সন্তুষ্ট হন এবং বনের মধ্যেই নিজের সন্তানকে তিনি খুঁজে পান৷ সে কারণেই মা ষষ্ঠীর অপর নাম অরণ্যষষ্ঠী৷ 

এদিকে মাছ চুরি করে খাওয়ার কথা জানতে পেরে যায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন৷ এই অপরাধে তাঁর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেওয়া হয়৷ ওদিকে, মেয়েকে দেখার জন্য ব্যকুল হয়ে ওঠে তাঁর বাবা-মা৷ ষষ্ঠীপুজোর দিন সকালে মেয়ে জামাইকে সাদরে আমন্ত্রণ জানান তাঁরা৷ পুজোর দিন মেয়ে জামাইকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন৷ তবে থেকেই ষষ্ঠীপুজোয় শুরু হয় জামাই ষষ্ঠী৷ এই দিন মেয়ে জামাইকে আমন্ত্রণ করে খাওয়ানোর রেওয়াজ শুরু হয়৷ নব বিবাহিত মেয়ে জামাইকে ঘটা করে এদিন খাওয়ানো হয়৷ সঙ্গে দেওয়া হয় উপহার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *