নয়াদিল্লি: মাত্র পাঁচ দিনের জন্য মর্ত্যে এসেছেন দেবীদুর্গা৷ সপরিবারে৷ ৪ পুত্র-কন্যাকে নিয়ে দেবী এসেছেন মোট পাঁচটি বাহনের সঙ্গে৷ সিংহ, সাপ, লক্ষ্মীর পেঁচা, গণেশের ইঁদুর, সরস্বতীর হাঁস ও কার্তিকের ময়ূর৷ কিন্তু এখন কী অবস্থায় রয়েছে এই বাহনকুল? সরকারি ও বেসরকারি নানান পরিসংখ্যানে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য৷
সিংহ: ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজার্ভেশন অফ নেচার বা আইইউসিএন গোটা বিশ্বের বিপন্ন প্রজাতি হিসেবে ইতিমধ্যেই হিংসকে চিহ্নিত করেছে৷ এই মুহূর্তে গোটা বিশ্বে ৫০০ থেকে কম সিংহ রয়েছে৷
লক্ষ্মীপ্যাঁচা: নগর উন্নয়নের গেরোয় ক্রমশ উদ্বাস্তু হয়ে চলেছে লক্ষ্মীপ্যাঁচা৷ ইতিমধ্যেই তাঁদের লাল তালিকাভুক্ত করা হয়েছে৷ প্যাঁচার বংশকূল এখন বিপদগ্রস্থ বলেও করা হয়েছে আইইউসিএন৷ প্যাঁচাদের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে উদ্বেগ৷ কারণ যে হারে গাছ কেটে নগরায়ন ঘটছে, তাতে প্যাঁচাদের বাসস্থান হারাচ্ছে৷
ময়ূর: জাতীয় পাখি হওয়ার সুবাদে এই মুহূর্তে ভারতে ভালোভাবেই বসবাস করছে ময়ূর৷ পরিসংখ্যান বলছে, ভারতে এখনও পর্যন্ত প্রায় দু’লক্ষ্যের ওপর ময়ূর জন্ম নিয়েছে৷ জাতীয় পাখি রক্ষায় সরকারি উদ্যোগকে উদ্যোগে জেরে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ময়ূরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন পাখি বিশারদরা৷
সাপ: দুর্গা ঠাকুরের অন্যতম বাহন সাপ৷ কিন্তু দেশজুড়ে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে যত্রতত্র৷ ফলে ক্রমশ সাপের সংখ্যা কমছে৷ এমনকী খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে সাপ৷
ইঁদুর: এই মুহূর্তে গোটা পৃথিবীতে রমরমিয়ে বেড়ে চলেছে ইঁদুরের সংখ্যা৷ ভয়ংকর হারে বাড়ছে ইঁদুরের প্রজাতি৷ কেননা সাপ, ইগলের মত শিকারি প্রাণীর সংখ্যা কম আর দরুন ইঁদুরদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে৷
রাজহাঁস: সরস্বতী ঠাকুরের বাহন হিসেবে পরিচিত রাজহাঁস৷ এই মুহূর্তে গোটা বিশ্বে একাধিক প্রজাতির হাঁসের বসবাস রয়েছে৷ ভারতে রাজহাঁসের সংখ্যা দ্রুত কমছে৷ পরিযায়ী যে হাঁসের দল মানস সরোবে আসত, বসবাস করত৷ তাদের সংখ্যাও মারাত্মকভাবে কমে গিয়েছে৷ আর তাতেই হাঁসদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন পক্ষীবিদরা৷
বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে গোটা বিশ্বে ইঁদুর আর ময়ূর ছাড়া খুব একটা ভালো নেই দেবী দুর্গার পারিবারিক বাহন প্রজাতি৷ অবিলম্বে তাদের সংরক্ষণ ও সচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানাচ্ছেন তাঁরা৷