এয়ারপোর্টে চাকরি দেওয়ার নামে প্রতারণার শিকার মাঝবয়সী গৃহবধূ

এয়ারপোর্টে চাকরি দেওয়ার নামে প্রতারণার শিকার মাঝবয়সী গৃহবধূ

 

বারাসত: অতি মারিতে সংসারে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা পরিবারে। তাই একদিকে স্বামীর চিকিৎসা অন্যদিকে সংসারের হাল ধরতে সংবাদপত্রে এয়ারপোর্টে চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে যোগাযোগ করেন অশোকনগরের বাসিন্দা চম্পা রায়৷ অভিযোগ, সেখানে চাকরি দেওয়ার নামে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়৷ বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন মাঝ বয়সী বধূ  চম্পা রায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

অশোকনগর থানার মহাপ্রভু কলোনীর বাসিন্দা চম্পাদেবী জানান, বাড়িতে অসুস্থ বৃদ্ধ স্বামী মদন মোহন রায়। তিনি পেশায় পুজারী। এদিকে টানা লকডাউনে সংসারে উনোন না চড়ার হাল৷ মহিলা জানান, সংবাদপত্রের বিজ্ঞাপনে ‘এয়ারপোর্টে প্রচুর চাকরি’ দেখে ১১ মে বিজ্ঞাপনের থাকা ঠিকানা অনুযায়ী আমি চিনারপার্কের একটি অফিসে হাজির হয়৷ এবং সেখানে ধাপে ধাপে বেশ কয়েক হাজার টাকা নেওয়া হয়৷ কিন্তু টাকা নেওয়ার পর সেই সংস্থার কর্মীরা আর গৃহবধূর ফোন রিসিভ করেননি বলে অভিযোগ৷ এরপরই সন্দেহ হয় বধূর৷

তিনি পরিচিত কয়েকজন যুবকের দ্বারস্থ হন এবং তাদের সহযোগিতায় জানতে পারেন প্রতারিত হয়েছেন। মঙ্গলবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন ওই বধূ। এরপর থানার পুলিশেরও দ্বারস্থ হন তিনি৷ মহিলার আর্তনাদ, ‘‘ওরা আমার কষ্টের টাকাগুলো ফেরৎ দিক এবং আমার মতো নতুন করে কেউ যেন প্রতারিত না হন, সেবিষয়ে পুলিশ পদক্ষেপ গ্রহণ করুক৷’’ অশোকনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *