Unlock 1.0: ধর্ম-কর্ম, শ্যুটিং-রেস্তোরাঁ-শপিং মল খোলার অনুমতি নবান্নের

Unlock 1.0: ধর্ম-কর্ম, শ্যুটিং-রেস্তোরাঁ-শপিং মল খোলার অনুমতি নবান্নের

কলকাতা: কেন্দ্রের পর এবার রাজ্যেও বাড়ানো হল লকডাউনের মেয়াদ৷ দু’সপ্তাহ লকডাউন বাড়ানো হলেও শর্তসাপেক্ষে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে৷ ধর্ম-কর্ম, শ্যুটিং-রেস্তোরাঁ-শপিং মল খুলে দেওয়ার পক্ষেও নির্দেশিকা জারি করেছে নবান্ন৷

কেন্দ্রের আনলক ১.০ ঘোষণার পর রাজ্যেও লকডাউনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার৷ রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়াল আরও ২ সপ্তাহ৷ কিছু ছাড়-সহ শর্তসাপেক্ষে বাড়ল লকডাউনের মেয়াদ৷ আগামী ৮ জুন থেকে রাজ্যে শর্তসাপেক্ষে চালু হয়ে যাচ্ছে শ্যুটিং৷ শ্যুটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ জনকে নিয়ে কাজ করা যাবে৷ সোমবার থেকে শর্তসাপেক্ষে খুলে যাবে বাংলার সমস্ত ধর্মীয় স্থান৷ পুলিশের সঙ্গে কথা বলে খোলা যাবে ধর্মীয় স্থান৷ ১০ জনের বেশি একসঙ্গে কেউ ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবেন না৷ মাস্ক ও সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷ তবে, কোনও জমায়েতন করা যাবে না৷ আগামী ৮ জুন থেকে রাজ্যে খুলে যাবে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল৷ কনটেনমেন্ট জোনে ছাড় মিলবে না৷

রাজ্যের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে চা বাগান-জুটমিল, শিল্প ও খনিতেও ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে৷ ৮ জুন থেকে সরকারি অফিসে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমতি দেওয়া হয়েছে৷ রাজ্যে বাস পরিষেবায় বিধি বদল করা হয়েছে৷ বাসের আসনের সমসংখ্যক যাত্রী নেওয়া ছাড় দেওয়া হয়েছে৷ বাসে কোনও যাত্রী দাঁড়িয়ে সফর করতে পারবেন না বলেও জানানো হয়েছে৷ আজ সন্ধ্যায় নয়া নির্দেশিকায় গুচ্ছ শর্তবিধি প্রকাশ করা হয়েছে৷

অনদিকে,  আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে ধাপে ধাপে লকডাউন তোলা হবে৷ তবে কনটেনমেন্ট জোনে কোনও ছাড় থাকবে না৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় ধাপে ধারে লকডাউন বিধি তুলে দেওয়া হবে৷ বাফার জোনে ছাড় দেওয়ার বিষয়টি ঠিক করবে রাজ্য সরকার৷

কীভাবে গোটা দেশ থেকে লকডাউন ৫.০ তুলে নেওয়া হবে? তা নিশ্চিত করতে আনলক ১.০ ঘোষণা করেছে স্বারাষ্ট্রমন্ত্রক৷ আজ মোদি সরকারের ২.০ বর্ষপূর্তির দিনে দেশজুড়ে লকডাউন ৫.০ তুলে দেওয়ার বিষয়ে তিন ধাপে আনলক ১.০, আনলক ২.০, আনলক ৩.০ নাম দেওয়া হবে৷  কনটেনমেন্ট জোন ছাড়া বাকি এলাকায় আনলক ১.০ পর্বে ৮ জুন থেকে খুলে যাবে ধর্মীয় স্থান৷ ৮ জুন  কনটেনমেন্ট জোন ছাড়া বাকি অংশে খুলবে হোটেল, রেস্তরাঁ, শপিং মল৷  আনলক ২.০ কনটেনমেন্ট জোন ছাড়া বাকি অংশে স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে রাজ্যের অনুমতিতে খোলা হবে জুলাই মাসে৷ কীভাবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, তার বিস্তারিত গাইডলাইন দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আনলক ৩.০ পর্বে আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে আলোচনা হবে৷ ওই পর্বে মেট্রো, লোকাল ট্রেন, সিনেমা হল খোলার বিষয়ে আলোচনা হবে৷ বিনোদন কেন্দ্র খোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হবে৷ তৈরি হবে পূর্ণাঙ্গ গাইডলাইন৷

কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় বেশকিছু ছাড় দেওয়া হয়েছে৷ থাকবে রাতের কার্ফু৷ স্কুল-কলেজ-মল-রেস্তরাঁ-সিনেমা হল খোলার প্রসঙ্গে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ বাংলার দেখানো পথে শর্ত সাপেক্ষে ধর্মীয় স্থান থেকে শুরু করে হোটেল, রেস্তরাঁ, শপিং মল খুলে যাবে ৮ জুন থেকে৷ স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে রাজ্য সরকারকে সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানানো হয়েছে৷ ইতিমধ্যেই বাংলায় ৩০ জুন পর্যন্ত সরকারি সমস্ত স্কুল বন্ধ থাকছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *