Aajbikel

৫০০-র ওপর হাসপাতাল, লক্ষাধিক কর্মসংস্থান! ৩ বছরের তথ্য দিচ্ছে রাজ্য

 | 
hospital

কলকাতা: রাজ্যের সরকারের বিরুদ্ধে বিরোধী শিবির থেকে বারংবার এই অভিযোগই তোলা হয়েছে যে বাংলায় শিল্প নেই, শিল্প হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের কথা শুরু থেকেই বলে এসেছেন। এমনকি ২০২১ সালের নির্বাচন জেতার পর আরও বেশি করে তিনি শিল্পের হয়ে সওয়াল করেন। এই আবহে গত ৩ বছরে স্বাস্থ্য ক্ষেত্রে কী উন্নতি হয়েছে তার একটি ছোট খতিয়ান দিয়েছে স্বাস্থ্য দফতর। জানান হয়েছে, বিগত ৩ বছরে ৫০০-র ওপর বেসরকারি হাসপাতাল তৈরি হয়েছে রাজ্যে। এছাড়া হয়েছে লক্ষাধিক কর্মসংস্থান। 

স্বাস্থ্য দফতর দাবি করেছে, রাজ্যে গত তিন বছরে ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৫১৫টি বেসরকারি হাসপাতাল হয়েছে। পাশাপাশি ৩০টি নতুন ক্যাথল্যাব এনেছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে প্রায় এক লক্ষ কর্মসংস্থান হয়েছে এই কয়েক বছরের মধ্যেই। কয়েক হাজার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। এদিকে হাসপাতালের সংগঠন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন দাবি করেছে, তাদের সংগঠনভুক্ত ৪ হাজার ৪০০টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে। এর ৪০ শতাংশই তৈরি হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প আসার পর। 

অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে এও দাবি যে, আগামী ৪-৫ বছরের মধ্যে রাজ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। এতে আরও বহুগুণ বেশ যে কর্মসংস্থান হবে তাতে কোনও সন্দেহ নেই। স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের অনুকূল পরিবেশ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। 

Around The Web

Trending News

You May like