স্পায়ের আড়ালে মধুচক্র, ধৃত মহিলা ম্যানেজার

কলকাতা: মধুচক্রের ব্যবসা চালানোর ঘটনায় দু’গ্রাহক-সহ মোট সাত জনকে গ্রেফতার করে পুলিশ৷ বৃহস্পতিবার এদের গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা৷ ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়৷ ধৃতদের শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক স্পায়ের মহিলা ম্যানেজারকে আগামী বুধবার পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন৷ বাকি ছ’জনের জামিন দেওয়া হয়েছে৷ এ যেন প্রদীপের নিচেই অন্ধকার৷ থানার ঢিল ছোঁড়া

স্পায়ের আড়ালে মধুচক্র, ধৃত মহিলা ম্যানেজার

কলকাতা: মধুচক্রের ব্যবসা চালানোর ঘটনায় দু’গ্রাহক-সহ মোট সাত জনকে গ্রেফতার করে পুলিশ৷ বৃহস্পতিবার এদের গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা৷ ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়৷ ধৃতদের শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক স্পায়ের মহিলা ম্যানেজারকে আগামী বুধবার পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন৷ বাকি ছ’জনের জামিন দেওয়া হয়েছে৷ এ যেন প্রদীপের নিচেই অন্ধকার৷ থানার ঢিল ছোঁড়া দুরত্বে চলছিল মধুচক্রের ব্যবসা৷ রীতিমত বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে চলছিল ব্যবসা৷ শেষ পর্যন্ত যবনিকা পতন ঘটালো লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা৷

আচমকাই পি ৬১ সিআইটি রোডে, ভিআইপি মার্কেটের গায়ে বহুতলের এক তলায় ‘মাইন্ড টাচ তাই স্পা’তে তল্লাশি চালান গোয়েন্দারা৷ গোয়েন্দারা জানান, গতকাল সন্ধ্যায় সেখানে হানা দিয়ে দুজন গ্রাহক সহ মোট সাত জনকে গ্রেফতার করেন তাঁরা৷ ধৃতদের মধ্যে রয়েছেন ওই স্পা-এর ম্যানেজার রিঙ্কু দাস৷ এ ছাড়া চারজন তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁরা কসবা এবং মধ্যমগ্রামের বাসিন্দা৷ ধৃত গ্রাহকরা বাঙুর অ্যাভিনিউ এবং নারকেলডাঙা এলাকার বাসিন্দা৷ গোয়েন্দাদের অনুমান রিঙ্কু দাসই চক্রটি চালাত৷ গোয়েন্দাদের দাবি প্রায় এক বছর ধরে সেখানে এই ব্যবসা চলছিল৷ এই পার্লার থেকে থানার দুরত্ব দুমিনিটের বেশি নয়, তা সত্ত্বেও কিভাবে তা থানার দৃষ্টি এড়িয়ে গেল? প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মাথায়৷

গোয়েন্দা সূত্রে খবর, রিঙ্কু ম্যানেজারের কাজ করলেও পেছনে আছে অন্য মাথা৷ তাঁকেই গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা৷ বৃহস্পতিবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করে লালবাজারের গোয়েন্দা বিভাগ৷ এরপর তাঁদের নিয়ে আসা হয় ফুলবাগান থানায়৷ ধৃতদের শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক স্পায়ের মহিলা ম্যানেজারকে বুধবার পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 9 =