হোম কোয়ারেন্টাইনে স্ত্রী-সহ স্বরাষ্ট্রসচিব আলাপন, আতঙ্ক বাড়ছে নবান্নে

হোম কোয়ারেন্টাইনে স্ত্রী-সহ স্বরাষ্ট্রসচিব আলাপন, আতঙ্ক বাড়ছে নবান্নে

 

কলকাতা: করোনা আক্রান্ত নবান্নের পদস্থ আমলার ছেলে৷ হাসপাতালে ভর্তি লন্ডন ফেরত বাঙালি যুবক৷ আমলাপুত্রের দেহে করোনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে তড়িঘড়ি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল রাজ্য৷ বাড়তি সতর্কতা হিসাবে গৃহবন্দি হচ্ছেন স্বস্ত্রীক  স্বরাষ্ট্র সচিব৷ আর তার জেরে নবান্ন ও কলকতা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজ ব্যহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ তবে, স্বস্ত্রীক স্বরাষ্ট্র সচিব বাড়িতে কোয়ারেন্টাইনে গিয়েছেন কি না, তা সরকারি ভাবে কিছুই জানানো হয়নি৷

আমলাপুত্র করোনা আক্রান্ত হতেই সতর্কতামূল ব্যবস্থা হিবাসে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী আজ বিশ্ববিদ্যালয় যাননি৷ বাতিল হয়েছে বিশ্ববিদ্যায়ের বৈঠক৷ সর্তকতা হিসাবে বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন সস্ত্রীক স্বরাষ্ট্রসচিব৷ তবে, তিনি কত দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন, তাও জানা যায়নি৷

জানা গিয়েছে, সোমবার রাতে করোনায় আক্রান্ত হন ওই আমলাপুত্র৷ সম্প্রতি নবান্নে ওই আমলার সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ করোনা রুখতে ওই আমলা সহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আলাপন বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন বলে সূত্রের খবর৷ পরে জানা যান, ওই আমলার পুত্র করোনা আক্রান্ত৷ আর সেই কারণে সংক্রণ রুখতে আজ সোমবার  আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী গৃহবন্দি হয়েছেন৷ আতঙ্কে রয়েছেন নবান্নের স্বারাষ্ট্র দপ্তরের বহু আধিকারিকদের মধ্যে৷

বাংলায় প্রথম করোনা আক্রান্ত লন্ডন ফেরত বাঙালি তরুণ৷ ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে৷ আক্রান্ত যুবকের মা রাজ্য সরকারের পদস্থ আমলা৷ এর আগেও হাসপাতালে দু’বার ভর্তি হন হওয়ার পরমর্শ দেওয়া হলেও তা উড়িয়ে দেন ওই আমলা-পুত্র৷ পরে ওই যুবকের শরীরে মিলেছে করোনা ভাইরাস৷ যুবককে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷ সংক্রমণ রুখতে আক্রান্তে আমলা মা, বাবা ও গাড়ির চালককে বেলেঘাটা আইডি হাসপাতালে নজরদারিতে রাখা হয়েছে৷ গত দু’দিনে ওই আমলাপুত্র কোথায় কোথায় সময় কাটিয়েছেন, কাদের সঙ্গে মেলামেশা করেছেন, তাঁদের তালিকাও চাওয়া হয়েছে৷ গোটা ঘটনা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে আমরা পরিবারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে৷

গতকাল ওই আমলাপুত্রের নমুনা পরীক্ষা হওয়ার পর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়৷ জানা গিয়েছে তার মা-বাবা কেউ বেলেঘাটা আইডি হাসপাতলে নজরদারিতে রাখা হয়েছে৷ আক্রান্ত যুবকের অবস্থা স্থিতিশীল হলেও বেলেঘাটা আইডি হাসপাতলে আমার পরিবারকে ভর্তি রাখা হয়েছে৷ তাদের নমুনাও সংগ্রহ করা হতে পারে৷ পরিবারের লালারস পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে৷ তরুণ গত দু'দিনে কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার তালিকা ও জানতে চাওয়া হয়েছে৷ প্রয়োজনে তাদেরও বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে খবর৷ লন্ডন ফেরত যে তরুণ করোনায় আক্রান্ত হয়েছেন তার মা নবান্নের পদস্থ আমলা৷ সূত্রের খবর, গতকাল তিনি দপ্তরে গিয়েছিলেন৷ সেই কারণে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরেও সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে৷ আর তার জেরে আজ পূর্ত দপ্তরের চারটি দল নবান্ন সাফাই অভিযান শুরু করেছে৷ একইসঙ্গে রাইটার্স বিল্ডিংয়েও শুরু হয়েছে সাফাই অভিযান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seventeen =