হাওড়া: হোমে শিশুদের উপর যৌন নিগ্রহের অভিযোগ৷ গ্রেফতার তৃণমূল নেত্রীর পুত্রবধূসহ ১০৷ অভিযোগ, ওই হোম থেকে চড়া দামে শিশু বিক্রি করা হত৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের একটি সরকার অনুমোদিত হোমে।
আরও পড়ুন- BSF-এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ বিধানসভায়, বিরোধিতা কোথায়? তথ্য তলব ধনকড়ের
এই ঘটনায় হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ এবং এক জন সরকারি আধিকারিক সহ ধৃত ১০ জনকে আজ হাওড়া আদালতে পেশ করা হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গত পাঁচ বছর ধরে ওই বেসরকারি হোমটি চালাতেন। বিভিন্ন জায়গা থেকে শিশুদের এই হোমে এনে রাখা হত৷ এখান থেকে শিশুদের দত্তক-ও দেওয়া হত৷ ‘করুণা পশ্চিমবঙ্গ উইমেন অ্যান্ড চিলড্রেন ওয়েলফেয়ার সোসাইটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে হোমটি পরিচালনা করতেন মিনতির পুত্রবধূ গীতশ্রী অধিকারী। শুক্রবার রাতে হোমে হানা দেয় পুলিশ৷ কিছুদিন আগে নবান্নতে গিয়ে এই হোমের এক কর্মীর বিরুদ্ধে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগের দায়ের করেন এক মহিলা৷ সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান৷
শুক্রবার হাওড়া সিটি পুলিশের কমিশনারের নির্দেশে মহিলা থানার পুলিশ এবং গোয়েন্দারা যৌথ ভাবে শ্রীরাম ঢ্যাং রোডের ওই হোমে অভিযান চালান। এর পরেই হোমের মালিক গীতশ্রী-সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ আপাতত হোমে তালা ঝুলিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মিনতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।