গরু পাচার: ঘাসফুলে আতঙ্ক বাড়িয়ে CBI স্পেশাল সেল গড়বে স্বরাষ্ট্র মন্ত্রক

গরু পাচার: ঘাসফুলে আতঙ্ক বাড়িয়ে CBI স্পেশাল সেল গড়বে স্বরাষ্ট্র মন্ত্রক

b0c80a8555391450d5e43896b2820049

কলকাতা: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা৷ তারপর শুরু হয়ে যাবে বাংলা নির্বাচন৷ এখন চলছে তার প্রস্তুতিপর্ব৷ সারদা, নারদারা পর এবার নির্বাচনে অন্যতম ইস্যু হতে চবে গরু পাচার৷ যা নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে সিবিআই৷ চলছে দফায় দফায় অভিযান৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে গরু পাচারে সিবিআইয়ে স্পেশাল সেল তৈরি করতে চলছে কেন্দ্রীয়  স্বরাষ্ট্র মন্ত্রক৷ বাংলায় এনামুলের গরু পাচার সিন্ডিকেটের রমরমার কিছনে কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে, তা খতিয়ে দেখতে তৎপর সিবিআই৷

গরু পাচারকাণ্ডে এনামুলের বিরাট সাম্রাজ্যের খবর পেয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় সরকারকে সিবিআইয়ের অন্দরে স্পেশাল সেল তৈরির করার লিখিত প্রস্তাব দিয়েছে বলে খবর৷ স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে৷ সেখানে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার থেকে শুরু করে জাল নোট, মাদক কারবারের মতো অপরাধ মারাত্মক আকার নিয়েছে৷ মালদহ, মুর্শিদাবাদ সীমান্ত অপরাধের করিডর হিসেবে ব্যবহার করেছে দুষ্কৃতীরা৷ আগামী দিনে এই চক্রকে রুখতে সিবিআইয়ের মতো পেশাদার গোয়েন্দাদের বিশেষভাবে তৈরি করতে হবে৷ সিবিআইয়ে স্পেশাল সেল তৈরি প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে৷ সেখানে গরু পাচার, জাল নোট, চোরাচালানের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ চলবে, পাশাপাশি সীমান্তে অপরাধের তদন্ত করতে পারবে এই সেল৷ দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মীদের বিরুদ্ধেও তদন্ত করার ক্ষমতা দেওয়া হচ্ছে এই স্পেশাল সেলের গোয়েন্দাদের হাতে৷

বাংলায় গরু পাচারের সিন্ডিকেটের হানা দিয়েছে সিবিআই৷ এনমুলেরের সিন্ডিকেটে বিএসএফ থেকে শুরু করে শুল্ক দফতরের শীর্ষ কর্তাদের পাশাপাশি কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও যুক্ত রয়েছেন বলে জানতে পেরেছেন গোন্দারা৷ এছাড়াও গরু পাচারের বখরা বহু ঘাসফুল নেতার পকেটস্থ হয়েছে৷ এবার সেই সমস্ত নেতাদের কথা মাথায় রেখে স্বরাষ্ট্র মন্ত্রক নয়া সেল গঠনের প্রস্তাব অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *