চিনের নজরে বাংলা! ঘটতে পারে বড় বিপর্যয়, সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

চিনের নজরে বাংলা! ঘটতে পারে বড় বিপর্যয়, সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

কলকাতা: চিনা সাইবার হানার আশঙ্কায় এবার রাজ্যের বিদ্যুৎ দফতরে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সম্প্রতি এবিষয়ে সতর্ক বার্তা পেয়ে নড়েচড়ে বসেছেন রাজ্যের বিদ্যুৎ কর্তারা। ওয়েবসাইটের সুরক্ষার পাশাপাশি সার্ভারে থাকা রাজ্যের লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের তথ্যের নিরাপত্তার বিষয়টিও তাদের ভাবাচ্ছে৷ এমত অবস্থায় দফতরের আইটি বিভাগ নিজেদের সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে উদ্যোগী হয়েছে। পাশাপাশি দফতরের কর্মীদেরও অচেনা ইমেল খোলা ও জবাব দেওয়ার ব্যপারে সতর্ক করে দেওয়া হয়েছে৷

চিনা হ্যাকারদের হামলার ব্যপারে সতর্ক করে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিদ্যুৎ দফতরকে একটি ই-মেল করা হয়। ভুয়ো ই-মেলের মাধ্যমে ‘ম্যালওয়্যার’ পাঠিয়ে বিভাগের বিভিন্ন তথ্য হ্যাকাররা হাতিয়ে নিতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি মেল করা হয়েছে বিদ্যুৎ দফতরে। এই মেল করে সতর্ক থাকতে বলা হয়েছে। দফতরে আসা যাবতীয় অপরিচিত মেল এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এগুলি মারফত বিদ্যুৎ দফতরের ওয়েবসাইট হ্যাক করতে পারে চিনা হ্যাকাররা৷ অবশ্য আমরা আগে থেকেই এই বিষয়ে সতর্ক রয়েছি।’

বিদ্যুৎ সচিব সুরেশ কুমার জানান স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যে মেল এসেছে তাতে বলা হয়েছে, অপরিচিত মেলের জবাব না দিতে। দফতরের সব কর্মীকেই এই বিষয়টি জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যে মেল এসেছে তাতে বলা হয়েছে অপরিচিত মেলের জবাব না দিতে। পুরো দফতরকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে একটা মেল আইডিও পাঠানো হয়েছে। সেটি হল, এনকভ২০১৯@গভ.ইন। বলা হয়েছে, এই মেল থেকে কোনও মেল আসলে জবাব দেবেন না। কারণ মেলে একবার ক্লিক করলেই ভাইরাস ইনস্টল হয়ে কাজ শুরু করে দেবে৷ যাবতীয় তথ্য হ্যাক করা শুরু হবে৷ চিনা হ্যাকাররা এই তথ্য হ্যাক করতে পারে৷ এই বার্তা পাওয়ার পরেই আমরা তথ্য সুরক্ষিত করা শুরু করেছি৷ সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে কোনও অপরিচিত মেলের জবাব যেন না দেওয়া হয়৷’

এদিকে সামাজিক মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে প্রতারিত করতে কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র স্বক্রিয় হয়ে উঠেছে বলে রাজ্য বিদ্যুৎ দফতর সতর্ক করে দিয়েছে৷ এই মুহূর্তে বিদ্যুৎ দফতরে কোনও কর্মী নিয়োগ করা হচ্ছে না বলে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট বাষায় জানিয়ে দিয়েছেন৷ ভুয়ো তথ্য রটানোর জন্য ইতিমধ্যেই বেশ কিছু অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =