নয়াদিল্লি: করোনা আবহে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত৷ শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বাংলার পরিযায়ী শ্রমিকদের ট্রেন বাংলায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ অমিত চিঠি ঘিরে নতুন করে তপ্ত রাজনীতির ময়াদন৷ অমিত-মমতাকে তুলোধোনা অধীর চৌধুরীর৷ পাল্টা অভিযোগ খারিজ তৃণমূলের৷
শনিবার বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট সহযোগিতা করছেন পশ্চিমবঙ্গ সরকার৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেনে বাংলায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷
লকডাউন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আটকা পড়েছেন পরিযায়ী শ্রমিকরা৷ তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এখনও পর্যন্ত ২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে কেন্দ্র সাহায্য করেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন অমিত শাহ৷ রাজ্য সরকারের অসহযোগিতার কারণে দীর্ঘ দিন ধরে বাংলার শ্রমিকদের বিভিন্ন প্রান্তে আটকে থেকে দুর্দশার মধ্যে পড়েছেন বাড়বে বলেও দাবি শাহের৷
Home Minister Amit Shah sent a letter to West Bengal CM Mamata Banerjee, expressing his dismay over the state government stonewalling efforts by the Centre to facilitate transportation of migrant labourers back to State.
Read @ANI Story | https://t.co/8cS8KhRk3c pic.twitter.com/fqnAadCY8I
— ANI Digital (@ani_digital) May 9, 2020
I got to know today that the state government has asked for 8 trains. I appeal to the state government & Amit Shah ji to work together & make every possible effort to bring back stranded migrant workers of Bengal: Adhir Ranjan Chowdhury, Congress https://t.co/rA15FL8Xn0
— ANI (@ANI) May 9, 2020
আর এই অভিযোগ ঘিরে তপ্ত রাজনীতির ময়দান৷ অভিযোগ মিথ্যা বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে৷ মিথ্যা বলছে অমিত শাহ, সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্র রাজ্যকে কাটাক্ষ করেছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী৷ তাঁর দাবি, রাজ্য ও কেন্দ্রের অসহযোগিতার কারণে বাংলার শ্রমিকরা আটকে পড়েছেন৷ রাজনীতি ভুলে অবিলম্বে তাঁদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হোক বলেও দাবি জানিয়েছেন অধীর৷ -ফাইল ছবি৷