সুকান্তর কাছে এল ‘শাহি’ ফোন, পঞ্চায়েতকে গুরুত্ব দিচ্ছে বিজেপি

সুকান্তর কাছে এল ‘শাহি’ ফোন, পঞ্চায়েতকে গুরুত্ব দিচ্ছে বিজেপি

6f74be8a75e4b74b34a340b78444460f

কলকাতা: আর হাতে গোনা চারদিন বাকি রাজ্যের পঞ্চায়েত ভোটের। সব দলগুলি পুরোদুস্তুর প্রচারে ব্যস্ত। এদিক মনোনয়ন পর্ব থেকে যে হিংসার ঘটনা ঘটছে তা এখনও অব্যাহত আছে। যদিও আজই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য দাবি করেছেন যে, ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে। তবে এই আবহে বিরোধীদের অভিযোগ কিছু কম হচ্ছে না। তারই মধ্যে আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাছে চলে এসেছে ‘শাহি’ ফোন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে বাংলার নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন বলে খবর। 

২০২৪ লোকসভা নির্বাচনকে যে বিজেপি পাখির চোখ করেছে তা সকলেরই জানা। কিন্তু তা বলে পঞ্চায়েত ভোটকে যে তারা গুরুত্ব দিচ্ছে না, এমনটা নয়। সেই কারণেই হয়তো অমিত শাহ নিজে বাংলার গেরুয়া নেতৃত্বের কাছে নির্বাচনী হাল সম্পর্কে জানতে চাইছেন। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের জন্য নির্বাচন কমিশনারের ভূমিকা কী, পুলিশ কী করছে, এছাড়া কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো ব্যবহার করা হচ্ছে কিনা, সবই সুকান্ত মজুমদারের কাছে জানতে চেয়েছেন অমিত শাহ। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থী, এবং কর্মীরা যেভাবে লড়াই করছেন, সেই ইস্যুতে শাহ প্রশংসা করেছেন বলেও খবর। 

এই ফোনের কথোপকথনে বাংলার ভোট পরিস্থিতি নিজের মতো করেই ব্যক্ত করেছেন সুকান্ত মজুমদার বলে জানা গিয়েছে। তিনি নাকি অমিত শাহকে জানিয়েছেন, ভোটের দিন শাসক দলের সন্ত্রাস আরও বাড়তে পারে। এছাড়া বহু জায়গায় ব্যালট বক্স বদলের চেষ্টা হতে পারে। জাল ব্যালট পেপার তৈরি করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *