চর্চার কেন্দ্রে SSKM-এর সাড়ে ১২ নম্বর কেবিন, জেনে নিন ইতিহাস

চর্চার কেন্দ্রে SSKM-এর সাড়ে ১২ নম্বর কেবিন, জেনে নিন ইতিহাস

কলকাতা: উত্তরবঙ্গ সফরে গিয়ে কপ্টার বিভ্রাটে পড়ে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতায় ফিরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। আজ তাঁর হাঁটুতে ছোট অস্ত্রোপচারও হয়েছে। মমতার এই চিকিৎসার পরিপ্রেক্ষিতেই আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে এসএসকেএম হাসপাতালের একটি কেবিন। তা হল সাড়ে ১২ নম্বর কেবিন। এই কেবিনেই ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এমন অদ্ভুত নম্বর কেন এই কেবিনের? এর বিশেষত্বই বা কী? 

এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে এই সাড়ে ১২ নম্বর কেবিন আছে। এমনিতেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়ার বেশ কিছু নিয়ম আছে। সাধারণত যে কোনও রোগীর এই উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা হয় না, আবার সাড়ে ১২ নম্বর কেবিনও পায় না। আসলে এটি হল ভিভিআইপি কেবিন। রাজ্য ও দেশের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধান অর্থাৎ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এই কেবিনে চিকিৎসা নিতে পারবেন। অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের জন্যও এই কেবিন বরাদ্দ থাকে। বেশিরভাগ সময়ই এই কেবিন বন্ধ থাকে। ভিভিআইপিদের আসার হলেই তখন এই কেবিন খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। 

এই কেবিনের ইতিহাস কী, জানা যাক। আসলে ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই উডবার্ন ওয়ার্ডে ভিআইপি রোগীদের চিকিৎসা হয়। এই ওয়ার্ডে ‘১৩’ নম্বরের কোনও কেবিন নেই! ১২-র পর রয়েছে সাড়ে ১২, তারপর ১৪ নম্বর কেবিন। কিন্তু কেন? শোনা যায়, ব্রিটিশরা ১৩ সংখ্যাটিকে অপয়া বলে মনে করতেন। তাই হাসপাতাল নির্মাণের সময় ১২ নম্বরের পরবর্তী কেবিনটিকে সাড়ে ১২ নম্বর দেওয়া হয়। এরপর ১৪ নম্বর। ১৯০১ সালে তৎকালীন গভর্নর লর্ড উডবার্নের নামে তৈরি হয়েছিল এসএএসকেএম-এর এই উডবার্ন ওয়ার্ড। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *