আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস, ঠিক কী ঘটেছিল ২৮ বছর আগে?

আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস, ঠিক কী ঘটেছিল ২৮ বছর আগে?

কলকাতা: রাত পোহালেই ২১ জুলাই৷ বৃহস্পতিবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় অনুষ্ঠিত হবে ২১ জুলাইয়ের সমাবেশ৷ করোনা পরিস্থিতিতে গত দু’বছর অবশ্য ২১ জুলাই পালিত হয়েছে ভার্চুয়ালি৷ তবে এবার ফের দেখা যাবে চেনা ছবি৷ তৃণমূলের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ কিন্তু কী হয়েছিল ২১ জুলাই? এই দিনটির গুরুত্ব কোথায়?

আরও পড়ুন- উদয়ন থেকে রবীন্দ্রনাথ ‘ভাগ্য ফেরাতে’ এবার সাধুর দুয়ারে শাসক দলের নেতারা?

সালটা ১৯৯৩৷ সেই সময় তৎকালীন যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়েই তৎকালীন বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেয় কংগ্রেস৷ ২১ জুলাই মমতার নেতৃত্বে শুরু হয় মহাকরণ অভিযান৷ অভিযোগ, তাঁদের মিছিলে গুলি চালায় পুলিশ৷ মৃত্যু হয় ১৩ জন কংগ্রেস কর্মীর৷ এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট বলে অনেকেই মনে করে থাকেন। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তিনি ভুলতে পারেননি ২১ জুলাইয়ের সেই আন্দোলনকে৷ তৃণমূলের জন্মলগ্ন থেকেই ২১ জুলাই পালন করে আসছে তাঁর দল৷ 

১৯৯৩ সালে এই ঘটনার বছর দুয়েক আগে ১৯৯১ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট সরকার। তখন রাজ্যের প্রধান বিরোধী দল  কংগ্রেস। সিপিএমের বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ তোলে বিরোধীরা৷ স্বচ্ছ নির্বাচনের দাবিতে কংগ্রেস ভোটারদের সচিত্র পরিচয় পত্রের দাবি জানিয়েই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যুব কংগ্রেস। ওই অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যু জনমানসে ব্যাপক প্রভাব ফেলে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজনীতিতে উদীয়মান নেত্রী। ২১ জুলাইয়ের পর বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। 

এর চার বছর পর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-তে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় পালাবদল ঘটান তিনি। ক্ষমতায় আসার পর ২১ জুলাইয়ের তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিশনও গঠন করে তৃণমূল সরকার। ১৯৯৩-এর ২১ জুলাইয়ের ঘটনার পর থেকেই প্রতি বছর এই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল।

কীভাবে পালিত হয় ২১শে জুলাই?

তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন। সাধারণত এদিন মূল বক্তা হিসাবে মঞ্চে উপস্থিত থাকেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে দল কোন পথে এগোবে, কর্মীরা কী ভাবে সংগঠনের বিস্তার করবে, রাজনীতির আঙিনায় দলের রূপরেখা কী হবে, তা স্পষ্ট করে দেন দলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন বক্তব্য রাখেন দলের প্রথম সারির নেতারাও৷