আজই বিজেপিতে হিরণ? অমিতের উপস্থিতিতে যোগদানের সম্ভাবনা

আজই বিজেপিতে হিরণ? অমিতের উপস্থিতিতে যোগদানের সম্ভাবনা

কলকাতা: আজ কাকদ্বীপে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন যুব তৃণমূলের সহ সভাপতি তথা অভিনেতা হিরণ। এমন জল্পনা প্রবল হচ্ছে। বেশ কয়েক দিন ধরেই তৃণমূল ‘বিরোধী’ মন্তব্য শোনা যাচ্ছে তাঁর মুখ থেকে। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেও একাধিকবার শিরোনামে এসেছেন তিনি। এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলেই সূত্রের খবর। এছাড়াও, গতকালের মত অমিত শাহর সভায় আজও টালিগঞ্জের আরও কয়েকজন তারকার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। 

গতকাল, বিজেপিতে যোগ দিয়েছেন পাপিয়া অধিকারী থেকে শুরু করে সৌমিলি বিশ্বাস সহ টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখ। ভারতীয় জনতা পার্টি শিবিরের অন্যতম তিন শীর্ষ নেতৃত্ব স্বপন দাশগুপ্ত, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের হাত ধরে এদিন বিজেপিতে যোগদান করেন এরা সকলেই। সারপ্রাইজ প্যাকেজের মত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের অন্যতম পরিচিত এবং খ্যাতনামা অভিনেতা যশ দাশগুপ্তও। বিগত কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরতের সঙ্গে যশের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে কয়েক দিন আগে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ছবির প্রিমিয়ারে দেখা গিয়েছিল যশকে। পরবর্তী ক্ষেত্রে তাঁর বিজেপি যোগের সম্ভাবনা প্রবল হয়। সেই মতই গতকাল সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির শিবিরে নাম লেখালেন এই পরিচিত অভিনেতা। 

বিজেপিতে যোগদান প্রেক্ষিতে অভিনেতা যশ মন্তব্য করেন, আজকের এই সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি। বিজেপি এমন একটা পার্টি, যে সব সময় যুবসমাজকে সুযোগ দিয়েছে, তার ওপর ভরসা রেখেছে। যশের কথায়, রাজনীতি মানে হচ্ছে পরিবর্তন, আরে যুবসমাজ সমাজে পরিবর্তন আনতে পারে। সেই প্রেক্ষিতেই কাজ করছে ভারতীয় জনতা পার্টি শিবির। তিনি আরো বলেন, সিস্টেমের বদল আনতে গেলে সিস্টেমে আসতে হবে, সেই কারণেই তাঁর বিজেপিতে যোগদান। এই প্রেক্ষিতে বলা যায় ভোটের আগেই কার্যত দুই ভাগ হয়ে গিয়েছে টলিপাড়া। দীপঙ্কর দে, ভরত কল, সৌরভ দাসের মতো অভিনেতারা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। অন্যদিকে বিজেপিতে গিয়েছেন যশ, রুদ্রনীল, কৌশিক সহ পরিচিত মুখ। এবার হিরণের দলবদলের পালা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =