লড়ছেন না দিলীপ, টিকিট পেলেন তৃণমূল থেকে যাওয়া হিরণ

লড়ছেন না দিলীপ, টিকিট পেলেন তৃণমূল থেকে যাওয়া হিরণ

049ee71d7f1f9c8163096226cb4fbad2

কলকাতা: প্রথম দুই দফার তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি শিবির। কিন্তু তাতেও দুটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা বাকি ছিল। আজ সেই ঘোষণা হয়ে গেল। বাঁকুড়ার বড়জোড়া এবং খড়গপুর সদরের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বড়জোড়ায় প্রার্থী হয়েছেন সুপ্রীতি চট্টোপাধ্যায়। এদিকে খড়গপুর সদরে সকলকে চমকে দিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, প্রবল জল্পনা ছিল যে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। তবে আদতে তা হল না। 

দলবদল পরিস্থিতির আবহে হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। বিস্ফোরক অভিযোগ তুলে তিনিও বলেছেন, তাঁকে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র প্রচারের জন্য ব্যবহার করত কিন্তু কোন কাজ করতে দিত না। বিগত কয়েক সপ্তাহের মধ্যে হিরণ চট্টোপাধ্যায় ছাড়াও বিজেপি শিবিরের নাম লিখিয়েছেন পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে যশ দাশগুপ্ত সহ একাধিক তারকা। তবে আপাতত শিকে ছিঁড়ল হিরণের। খড়গপুর সদরের প্রার্থী হলেন তিনি যেখানে প্রার্থী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয় যেখানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালে এই কেন্দ্রে দিলীপ ঘোষ জেতার পর পরবর্তী ক্ষেত্রে তিনি মেদিনীপুর লোকসভার সাংসদ হন। তাই ওই আসনে উপনির্বাচন সংঘটিত হয়। এখন এই বিধানসভায় মনে করা হচ্ছিল ওই আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করেই কেন্দ্র নিজেদের দখলে আনার চেষ্টা করবে বিজেপি। কিন্তু অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করে অবশ্যই চমক দিয়েছে পদ্ম শিবির। উল্লেখ্য, এর আগে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নেতা এবং অন্যতম সাধারণ সম্পাদক ছিলেন হিরণ। 

আরও পড়ুন: হাইভোল্টেজ নন্দীগ্রামে টক্কর! মেগা রোড শো করে মনোনয়ন জমা দিলেন মমতা

এদিকে বিজেপি যে ৪০ জন তারকা সদস্যের নাম ঘোষণা করেছে, যারা বিধানসভা নির্বাচনের আবহে বাংলায় একের পর এক প্রচার করবে, তাদের মধ্যেও নাম রয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের। তাঁকে ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রের একাধিক নেতা এবং মন্ত্রীর নাম রয়েছে তালিকায়। ওই তালিকায় জায়গা পেয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী, পায়েল সরকার সহ প্রমুখরাও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *