ভোটের আগে শেষ ঘোষণা! শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ালেন মুখ্যমন্ত্রী

ভোটের আগে শেষ ঘোষণা! শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ালেন মুখ্যমন্ত্রী

cbd44e096409b0bc3ef4f14d787eedb5

কলকাতা: আর কয়েক মিনিট পরেই আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। ‌ ভোটের দিনক্ষণ ঘোষণার আগে কার্যত শেষ ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন তিনি। এদিন এই নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার ঠিক আগেই রাজ্যের প্রায় ৫৬ হাজার ৫০০ জন শ্রমিকের দৈনিক বেতন বৃদ্ধি করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ট্যুইট করে এই খবর জানিয়েছেন। নগরকেন্দ্রীক কর্মসংস্থান প্রকল্পের আওতায় অদক্ষ শ্রমিকদের (মোট সংখ্যা ৪০,৫০০) দৈনিক বেতন ১৪৪ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা, স্বল্পদক্ষ শ্রমিকদের (৮,০০০ জন) ক্ষেত্রে ১৭২ টাকা থেকে বাড়িয়ে ৩০৩ টাকা ও নতুন সৃষ্টি করা দক্ষ শ্রমিকদের (৮০০০ জন) দৈনিক বেতন করা হলো ৪০০ টাকা।

 

আর কিছুক্ষণের মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার কথা নির্বাচন কমিশনের। তাই দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে কোন প্রকার প্রকল্প এবং জনকল্যাণমুখী ঘোষণা করতে পারে না কোন সরকার। সেই কারণে মনে করা হচ্ছে, নির্বাচনের ঠিক আগে কার্যত শেষ সরকারি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের একাংশের মতে, শেষ মুহূর্তের এই ঘোষণা করে রাজ্যের মানুষের আস্থা আরো বেশি করে পেতে চাইলেন তিনি। যদিও বিরোধীদের মত, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এই ধরনের ঘোষণা করে আদতে বিভ্রান্তি বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিকেল সাড়ে চারটেয় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গ ছাড়াও তিনটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতেও ভোট ঘোষণা করা হবে আজ৷ এই পাঁচ রাজ্যের ভোটের দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি। তবে পাখির চোখ বাংলা৷ বাংলায় ভোটের উত্তাপ যে সবচেয়ে বেশি তা নিয়ে কোনও দ্বিমত নেই৷ এর আগে দিল্লিতে গিয়ে বাংলায় যত বেশি সম্ভব তত বেশি দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল বিজেপি নেতারা৷ বাংলায় ক’দফায় ভোট হবে তা নিয়ে জল্পনা মাথা চাড়া দিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *