৩০ টাকার সবজি ৫০ পার, লঙ্কাকাণ্ড বাজারে! মাথায় হাত মধ্যবিত্তের

৩০ টাকার সবজি ৫০ পার, লঙ্কাকাণ্ড বাজারে! মাথায় হাত মধ্যবিত্তের

 

কলকাতা: পর পর দু’দিন লকডাউনে রীতিমত ব্যহত সবজির যোগান৷ তার উপর বৃষ্টির সম্ভাবনায় শনিবার থেকেই আগুন সবজির বাজার৷ আগামী কয়েক দিনের মধ্যে দাম কমার কোনও সম্ভাবনাও নেই৷ 

 

টানা দু’দিন লকডাউনের পর শনিবার বাজারে উপচে পড়েছিল ভিড়৷ কিন্তু হাত দিতেই জব্বর ছ্যাঁকা বাঙালির হাতে৷ অধিকাংশ সবজিই ৫০ টাকা কেজির বেশি৷ লকডাউনের আগে যে সবজি বিক্রি হচ্ছিল ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে, লকডাউনের ধাক্কায় তা ফের আকাশ ছোঁয়া৷ লঙ্কার দাম ২৫০ টাকা কেজি৷ লঙ্কার ঝাঁঝে রীতিমতো চোখে জল মধ্যবিত্তের৷ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরের টমেটোর দাম পৌঁছেছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে৷ অন্যান্য সবজির দরও বেশ চড়া৷ বাঁধাকপি ৫০ টাকা কেজি, ফুলকপি ৭০ টাকা, বেগুন ৮০ টাকা, গাজর ৬০ টাকা৷ শনিবার বাজারে গিয়ে সবজির দাম শুনে রীতিমতো মাথায় হাত পড়েছে ক্রেতাদের৷ অনেকের অভিযোগ, লকডাউনের সুযোগ নিয়ে কতিপয় ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় সবজি মজুত রেখে কৃত্রিম ভাবে দাম বাড়িয়ে দিচ্ছে।  

আরও পড়ুন- ফের ঘনীভূত নিম্নচাপ, টানা ৩ দিন ভারী বৃষ্টির সতর্কতা, শিয়রে দুর্যোগ?

 

ভবানীপুরে যদুবাবুর বাজারে সবজি কিনতে আসা শিক্ষক সুনির্মল নাগ বলেন, ‘‘বাজারে সবজির দাম শুনে স্তম্ভিত৷ কোনও কোনও সবজির দাম ১০০ শতাংশ বেড়ে গিয়েছে৷ বাজার করতে গিয়ে আমার    বাজেট ছাপিয়ে গিয়েছে৷ অথচ ব্যাগ এখনও অর্ধেক খালি৷’’ এই অবস্থায় যদি বৃষ্টি শুরু হয় তাহলে রীতিমতো আগুন জ্বলবে মধ্যবিত্তের হেঁশেলে৷

 

পশ্চিমবঙ্গ ভেন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল দে বলেন, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ অধিক বৃষ্টি হলে ফসলের ক্ষতি অনিবার্য৷ প্রবল বৃষ্টি শুরু হলে ফসলের দাম আরও বাড়বে বলেই আশঙ্কা৷ চাহিদা-যোগানের তারতম্যেই বৃদ্ধি পাবে সবজির বাজার দর৷ খুচরো বিক্রেতাদের মতে, সবজির যোগান বড়সড় ধাক্কা খেয়েছে৷ পাইকারি বাজারে সবজির যোগান ব্যহত হয়েছে৷ ফলে পাইকারি বাজার থেকে খুচরো বিক্রেতাদের হাতে সবজি এসে পৌঁছচ্ছে না৷ যার সরাসরি প্রভাব পড়েছে সবজির দামে৷  

আরও পড়ুন- গোঘাটে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 12 =