পুজো শেষে অগ্নিমূল্য বাজার দর, লক্ষ্মী পুজোর আগে পকেটে ছ্যাঁকা মধ্যবিত্তের

পুজো শেষে অগ্নিমূল্য বাজার দর, লক্ষ্মী পুজোর আগে পকেটে ছ্যাঁকা মধ্যবিত্তের

কলকাতা: পুজো শেষে অগ্নিমূল্য বাজার দর৷ বাজারে ঢুকলেই ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত৷ সবজি থেকে মাছ, সবকিছুর দামই চড়া৷ বেগুন, পিঁয়াজ, টমেটো, ফুলকপির দাম বেড়েছে যাবতীয় সবজির৷ হাত দেওয়া যাচ্ছে না মাছে। রুই, কাতলার পাশাপাশি দাম বাড়ছে মুরগির মাংসের দামও। 

আরও পড়ুন- শুধু বাংলাদেশেই নয়, বাংলাতেও দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, বিস্ফোরক দিলীপ

পুজো শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু সামনেই লক্ষ্মীপুজো৷ দেখতে গেলে আর একদিন পরেই বাঙালির ঘরে ঘরে মা আসছেন৷ এই বছর মঙ্গল ও বুধ দু’দিন পুজো পড়েছে৷ অনেকেই চাইছে রবিবারই পুজোর বাজার সেরে নিতে৷ কিন্তু পুজোর আগে অগ্নিগর্ভ বাজার৷ রবিবার সকালে মাণিকতলা বাজারে গিয়ে দেখা গেল মাছের দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়ে গিয়েছে৷ বেড়েছে কাঁচা বাজারের দামও৷ এই দাম বাড়ার পিছনে দুটি কারণ রয়েছে৷ প্রথমত, প্রয়োজনের তুলনায় যোগান কম থাকায় মাছের দাম চড়া৷ অন্যদিকে, বিভিন্ন জাগায় অতিবৃষ্টির ফলে ফসলের ক্ষতি হয়েছে৷ বিক্রেতাদের কথায়, আগামী কয়েক দিনে মাছের দাম কমার সম্ভাবনা থাকলেও সবজির দাম কমার সম্ভবনা এখনই নেই৷  

অন্যদিকে, লেক মার্কেটে অষ্টমী থেকেই চড়া ছিল সবজির দর৷ অষ্টমীর দিন সকালে বেগুনের দাম পৌঁছে গিয়েছিল প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা৷ সেই তুলনায় রবিবার একাদশীতে দাম কিছুটা কমেছে৷ বেগুনের মূল্য কেজি প্রতি ৮০ থেক ৯০ টাকা৷ তবে আগামীকাল থেকে ফের সবজির দাম বাড়তে পারে বলে জানাচ্ছেন বিক্রেতারা৷ পুজোর মধ্যে বড় ফুলকপি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে৷ আজ দাম কমে হয়েছে ৪০ থেকে ৪৫৷ ঝিঙে ৫০, পটল ৫০, উচ্ছে ৬০৷  এক বিক্রেতা বলেন, পুজোর মধ্যে গাড়ি ঢুকতে পারছিল না৷ যোগান কম ছিল৷ তাই সবজির দাম বেড়ে গিয়েছিল৷ দুই ২৪ পরগণা থেকে এই বাজারে যে সবজি আসে তা আসতে পারেনি৷ তাই দাম বেড়েছে৷ তবে লক্ষ্মীপুজোয় ফের দাম বাড়তে পারে বলে জানাল বিক্রেতারা৷ 

এদিকে দাম বাড়ায় সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা৷ এক ক্রেতা বলেন, বাজারে এসে পকেট খালি হয়ে যাচ্ছে৷ অপর এক ক্রেতার কথায়, দাম মধ্যবিত্তের নাগালের বাইরে৷ তার মধ্যে যেটুকু বাজার করতে হয়, সেটুকু করতে হচ্ছে৷ গবিরের কাছে খুবই কষ্টের৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *