কলকাতা: ঘরে বসে বিপ্লব হয় না! গান্ধী মূর্তির পাদদেশে থাকা আন্দোলনকারীদের উদ্দেশ্য মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হাতে মোমবাতি নিয়ে মিছিলে করলে আর একটা মেসেজ করে ছেড়ে দিলেই বিপ্লবী হয়ে যাওয়া যায় না। রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- রহস্যজনক ভাবে অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খোঁজ শুরু করল ED
চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে এদিন কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এখন স্যোশাল মিডিয়ার অপব্যবহার করে হচ্ছে। চাকরি না পেলেই অভিযোগ। কত জন অবস্থান করছেন গান্ধী মূর্তির পাদদেশে, কী কারণে আন্দোলন করছেন তা তিনি জানেন। এদিকে আন্দোলনকারীরা জানায়, তাঁদের অধিকাংশ দিন দু’বেলা খাওয়া জুটছে না। বিচারপতি পাল্টা বলেন, কিন্তু দেখে তো মনে হয় না। প্রতিদিন নানান ধরনের পোশাক পড়ে আসতে দেখা যায়। আর বলা হয় খেতে পাচ্ছে না।
এই প্রেক্ষিতেই বিচারপতির তাঁদের প্রতি পরামর্শ, আপনারা আসুন, মামলা করার খরচ না থাকলে নিজেরাই মামলায় সওয়াল জবাবে অংশগ্রহণ করুন। রাস্তায় বসে যদি আন্দোলন করে চাকরি পান তাহলে কেন জনস্বার্থ মামলা দায়ের করলেন না? মামলাকারীকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। একই সঙ্গে, নবম-দশম শ্রেণির মেধা তালিকায় কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলা খারিজ করলেন বিচারপতি।