আচরণ ঠিক করুন, কোর্টে ঢোকা বন্ধ হয়ে যাবে! আইনজীবী কৌস্তভকে সতর্কবার্তা বিচারপতির

আচরণ ঠিক করুন, কোর্টে ঢোকা বন্ধ হয়ে যাবে! আইনজীবী কৌস্তভকে সতর্কবার্তা বিচারপতির

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল মামলার বিরোধিতায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি। এদিন জরুরি ভিত্তিতেই বিকেলে এই মামলার শুনানি বলেই জানা গিয়েছে। তবে সেই শুনানি নিয়ে কার্যত বিচারপতির সঙ্গে বাকযুদ্ধে জড়ান চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচী। পরিস্থিতি এমন তৈরি হয় যে বিচারপতিকে তাঁকে সতর্ক করতে হয়। হুঁশিয়ারি দিয়ে বলতে হয়, তাঁর কোর্টে ঢোকাই বন্ধ হয়ে যেতে পারে। 

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এদিন বিকেলেই এই মামলার শুনানির সময় নির্ধারণ করেন। কিন্তু আইনজীবী কৌস্তভ বাগচী বুধবার এই মামলার শুনানি করতে আবেদন করেন। বুধবার সকাল সাড়ে ১০টায় মামলা গ্রহণ করা হোক, এমন আর্জি জানান তিনি। কিন্তু বিচারপতি স্পষ্ট বলেন যে, আজকেই মামলার শুনানি হবে। কিন্তু আইনজীবী জানান, তাঁর ব্যক্তিগত কাজ রয়েছে, বুধবার মামলার শুনানি হলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া তিনি এও জানান, তাঁর কাছে মামলার কপি নেই। এক্ষেত্রে বিচারপতি স্পষ্ট করেন, মামলার শুনানি আজই হবে, আর তাঁকে শুনানির জন্য সময়ও দেওয়া হচ্ছে। এরপরেই মূলত বাদানুবাদ সৃষ্টি হয়।