কলকাতা: প্রতি বছরের মতো এ বছরেও পুজা কমিটিগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু পুজো কমিটিগুলি কোথায় কী ভাবে সেই টাকা খরচ করেছে আগামী ১৭ ই নভেম্বর পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- দুর্গাপুজোয় টানা ১৬ দিন ছুটি, দারুণ খুশিতে বাংলার সরকারি কর্মচারীরা
এই বছর ক্লাবগুলিকে অনুদান হিসাবে মোট ২০১ কোটি ৯১ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে৷ রাজ্যের মোট ৪০ হাজার ৩৮২টি পুজো কমিটি অনুদানের টাকা পেয়েছে। তারমধ্যে শুধু কলকাতা পুলিশের আওতায় রয়েছেন ৩ হাজারটি পুজো। তাদের মোট ১৫ কোটি টাকা বণ্টন করা হবে৷
রাজ্য পুলিশের আওতায় থাকা পুজোগুলিকে দেওয়া হবে ১৮৬ কোটি ৯১ লক্ষ টাকা৷ ৫০ হাজার টাকা করে পাবে প্রতিটি ক্লাব। পুজোর আগেই সেই টাকা ক্লাবগুলিকে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুজোর আগে রাজ্য সরকারের এই উপহারে স্বভাবতই খুশি ক্লাব কর্তা থেকে পুজো উদ্যোক্তারা সবাই৷
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন করোনা আবহে পুজোয় বিধিনিষেধ থাকলেও টাকা দেওয়া হবে ক্লাবগুলিকে। পুজোর আয়োজনের পাশাপাশি সেই টাকায় ভাল করে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে৷ তবে এই বছরওদূর থেকেই প্রতিমা দর্শন করতে হবে৷ করোনার জেরে হবে না পুজো কার্নিভাল৷ মাস্ক পরা ও স্যানিটাইজেশন মাস্ট৷