ফের ভার্চুয়ালি শুনানির পথে হাইকোর্ট! জারি গুচ্ছ নির্দেশিকা

ফের ভার্চুয়ালি শুনানির পথে হাইকোর্ট! জারি গুচ্ছ নির্দেশিকা

কলকাতা: দুয়ারে করোনার দ্বিতীয় ঢেউ৷  তারআগে পরিস্থিতিতি সামাল নিতে নির্দেশিকা জারি করল হাইকোর্ট৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১৬ এপ্রিল থেকে কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি শুনানি গ্রহণ করা হবে৷ কলকাতা হাইকোর্টের উপস্থিত ৬০ শতাংশর রাখতে হবে বলে জারি হয়েছে নির্দেশিকা৷

প্রতিদিন নিয়ম মেনে পরিবর্তিত শিফট করতে হবে কর্মচারীদের৷ মামলার কেস ডায়েরি সরকার পক্ষের আইনজীবী অথবা সরকারি কৌঁসুলি প্রয়োজনে বিচারপতি চেম্বারে যেতে পারেন। নতুন মামলা রুজু করতে হলে দীর্ঘমেয়াদি না করে দ্রুত তার মধ্যে মামলার বয়ান রাখতে হবে৷ শুধুমাত্র কলকাতা হাইকোর্ট নয় কলকাতা হাইকোর্টের অন্তর্গত শিলিগুড়ি সার্কিট বেঞ্চ এবং পোর্ট ব্লেয়ারের সার্কিট বেঞ্চে একই নির্দেশিকা জারি থাকবে৷ রাজ্যের সমস্ত নিম্ন আদালত এবং জেলা আদালতগুলিতেও মেনে চলতে হবে৷ সেখানেও ভার্চুয়ালি মামলার শুনানি গ্রহণ করা হবে৷ প্রয়োজনে স্যানিটাইজার করতে হবে৷ প্রতিটি আদালতের কর্মীদের অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক৷ দু’দফায় আদালত বসবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ১৫ এবং ২টো থেকে ৩টে পর্যন্ত ভার্চুয়ালি শুনানি গ্রহণ করা হবে৷ এর আগে করোনা বাড়তে থাকায় একই ব্যবস্থা নিয়েছিল হাইকোর্ট৷ চলতি বছরে হাইকোর্টের দরজা খুললেও ফের তা বন্ধ হওয়ার মুখে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =