বিজেপি পারবে ২১ জুলাই সভা করতে? জানা যাবে আজই

বিজেপি পারবে ২১ জুলাই সভা করতে? জানা যাবে আজই

কলকাতা: বিজেপির ২১ জুলাইয়ের সভার অনুমতি সংক্রান্ত মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। তবে আজই মামলার চূড়ান্ত রায় দেবেন তিনি। আগের শুনানিতে বিচারপতি অবশ্য প্রশ্ন তুলেছিলেন যে কেন ওইদিনই বিজেপি সভা করতে চাইছে, আগে বা পরে নয় কেন। সেই প্রেক্ষিতেই তেমন কোনও উত্তর দিতে পারেনি মামলাকারীর আইনজীবী।

আরও পড়ুন- আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস, ঠিক কী ঘটেছিল ২৮ বছর আগে?

এদিন আদালতে এই মামলার শুনানিতে বিচারপতি বলেন, কোনও বিশেষ ব্যক্তির জন্মদিন উপলক্ষে আয়োজিত নয় এই সভা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তিনি সভার অনুমতি দিয়েছিলেন কারণ সেটা নির্দিষ্ট দিনেই করতে হত। তবে এই বিষয়ে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর উন্নয়ন মূলক কাজের জন্য অন্য দিন নেওয়া গেল না কেন। এই ক্ষেত্রে তিনি আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা বিষয় জানা উচিত। এই পরিপ্রেক্ষিতে মামলাকারীর আইনজীবী প্রশ্ন তোলেন, এক জায়গায় রাজনৈতিক সভা হলে কি রাজ্যের কোথাও সভা করা যাবে না কেন? তাঁর বক্তব্য, গঙ্গাসাগর মেলায় সময় এই যুক্তি দিয়েছিল রাজ্য সরকার। কিন্ত তখন আদালত সভা করার অনুমতি দিয়েছিল। এর পাল্টা সরকার পক্ষের আইনজীবী জানান, গঙ্গাসাগর মেলা ময়দান চত্বরে গাড়ি পার্কিং থেকে অন্য রাজ্য থেকে অগনিত ভক্তরা এ রাজ্যে এসেছিলেন, তাঁদের সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছিল। তবে তিনিও প্রশ্ন তোলেন, কেন ২১ জুলাই? অন্য দিন সভা নয় কেন?

এর উত্তর মামলাকারীর আইনজীবী বলেন, অহিংসা আন্দোলনের অধিকার রয়েছে সংবিধানে। কেউ সেটায় বাধা দিতে পারে না। রাজ্যের দু’রকম চিন্তা যা অবাক লাগে কারণ প্রশাসনের পক্ষ থেকে শাসক দলের সভা করার অনুমতি দিচ্ছে। বিরোধী দলের বলেই সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক। বিচারপতির প্রশ্ন, ‘আপনারা কি অন্য কোন দিন এই সভা অনুষ্ঠান করতে পারেন না?’ আইনজীবী জানান, ২১ জুলাইয়ের অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবং প্রচার করাও হয়েছিল। তাই অন্য কোন দিন পরিবর্তন করা সম্ভব নয়। বিকেল ৩ টের সময় রায়দান এই মামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =