বাড়ছে করোনা সংক্রমণ, ২১ জুলাইয়ের সভা হোক ভার্চুয়ালি, মামলা দায়ের হাই কোর্টে, সন্ধ্যায় রায়

বাড়ছে করোনা সংক্রমণ, ২১ জুলাইয়ের সভা হোক ভার্চুয়ালি, মামলা দায়ের হাই কোর্টে, সন্ধ্যায় রায়

কলকাতা: দেশ জুড়ে ক্রমেই দেখা দিয়েছে করোনার বাড়বাড়ন্ত৷ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ হলে ৮ থেকে ১০ লক্ষ মানুষের জমায়েত হবে৷ পরিস্থিতি বিবেচনা করে প্রকাশ্যে ২১-এর সমাবেশ করা উচিত নয়। বদলে ভার্চুয়ালি হোক ২১ জুলাই পালন৷ এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাই কোর্টে। আজ, মঙ্গলবার বিকেলের পর সেই মামলার রায় দেবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- রাজ্যপালের আসনে বসতে আপত্তি নেই শিশিরের, পরোক্ষে নিজেই জানালেন সেকথা

মঙ্গলবার এই বিষয়ে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে আরও কয়েকটি মামলা দায়ের হতে পারে। বিচারপতি বক্তব্য, ‘‘সেই মামলাগুলো দায়ের হচ্ছে কি না, দেখে নিয়ে সন্ধ্যায় আমরা নির্দেশ দেব।’’

তৃণমূলের ২১ জুলাই সমাবেশে যথাযথ কোভিডবিধি মানতে এবং ভার্চুয়াল মাধ্যমে সভা করতে হবে৷ এই আবেদন জানিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়। মঙ্গলবার আদালতে তাঁর আইনজীবী সওয়াল করেন, প্রতি দিন  কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ৮-১০ লক্ষ মানুষের সভা করা উচিত হবে না। এতে রাজ্যে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। ভার্চুয়াল মাধ্যমে সভা করা হোক।