টাকা দিলেই বদলি! ডিআইজি-সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

টাকা দিলেই বদলি! ডিআইজি-সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: বদলি নিতে হলে দিতে হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা! গতকাল ভরা আদালতে এই অডিও রেকর্ডিং শুনেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ইস্যুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু’পক্ষের হলফনামা চেয়েছিলেন। আজ গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন এই ইস্যুতে। এই ঘটনায় ডিআইজি-সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, যে অডিওর মাধ্যমে টাকা লেনদেনের কথা হয়েছে সেই পরিচালনা কমিটি সদস্য অসিত কুমার গোস্বামী এবং অনুপ কুমার সামন্তের মোবাইল জমা নেবে ডিআইজি সিআইডি। এই ঘটনায় ডিআইজি সিআইডি মামলাকারির মোবাইল ফোনের কথোপকথন খতিয়ে দেখবেন। মামলার যাবতীয় তথ্য স্থানীয় পুলিশ স্টেশনের মাধ্যমে ডিআইজি সিআইডির দফতরে জমা দিতে হবে।

আরও পড়ুন- ‘ধর্ষণ করেছে তৃণমূল নেতার ভাগ্নে, ছেলে ফেঁসে গিয়েছে’ হাঁসখালি কাণ্ডে ফাঁস বিস্ফোরক অডিয়ো

পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুলের সহকারী শিক্ষক গণেশ রজক বদলির আবেদন করেন। প্রথম দফায় স্কুল তাঁর আবেদন খারিজ করে দেয়। কিন্তু পরে একজনের মারফত ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সঙ্গে কথা হয় তাঁর। সেখানে ফোনে তাঁর কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করেন অসিত। তিনি এও জানান, আগে যাঁরা বদলি নিয়েছেন তাঁরাও টাকা দিয়েছেন। এদিকে আবেদনকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের বাবা চোখে দেখতে পান না। মাও অসুস্থ। সেই কারণেই বদলি চাওয়া হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ২৮মে।

 শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই চাপে রয়েছে রাজ্য সরকার। একাধিক অভিযোগে কার্যত বিদ্ধ তারা। এদিকে নাগাড়ে চলছে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন, সঙ্গে রয়েছে বদলি নিয়ে সমস্যা। তার মধ্যেই আবার এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =