চলছে অচলাবস্থা, শিশুর অস্ত্রপচার আটকে! মেডিক্যাল কলেজকে কড়া নির্দেশ

চলছে অচলাবস্থা, শিশুর অস্ত্রপচার আটকে! মেডিক্যাল কলেজকে কড়া নির্দেশ

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: শেষ ক’দিন ধরেই কলকাতা মেডিক্যাল কলেজে অচলাবস্থা চলছে। আর তার জন্য অস্ত্রপাচার করা যায়নি এক শিশুর। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই বড় নির্দেশ দিয়েছে আদালত। জানান হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই শিশুটির শারীরিক সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। একই সঙ্গে, গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

আরও পড়ুন: সুন্দরবন নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, হচ্ছে একাধিক স্বাস্থ্যকেন্দ্রও

জানা গিয়েছে, ৫ ডিসেম্বর শিশুটির অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজে অচলাবস্থা চলার কারণে সেদিন তার অপারেশন করা সম্ভব হয়নি। আগেই অনেকটা সময় অপচয় হয়ে গিয়েছে তাই দ্রুত শিশুটির চিকিৎসা পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, ডাইরেক্টর অফ হেলথ কলকাতা মেডিক্যাল কলেজের সকলকেই নিশ্চিত করতে হবে যাতে শিশুটির চিকিৎসা পরিষেবায় কোনও ঘাটতি না থাকে। যে শিশুর চিকিৎসা নিয়ে উদ্বেগ সে বিহারের বাসিন্দা। অচলাবস্থার জন্য কিডনি বাদ দেওয়ার অস্ত্রোপচার করা যাচ্ছে না বলে অভিযোগ।