‘কী লুকোতে চাইছেন?’ এসএসসির চেয়ারম্যানকে ভরা এজলাসে ভর্ৎসনা বিচারপতির

‘কী লুকোতে চাইছেন?’ এসএসসির চেয়ারম্যানকে ভরা এজলাসে ভর্ৎসনা বিচারপতির

কলকাতা: ভরা এজলাসে দাঁড়িয়েই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়াবোর কথা জানালেন এসএসসির আইনজীবী। হাইকোর্টের বিশেষ বেঞ্চ বেশ কয়েকবার স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে কিছু তথ্য় চেয়েছিল। কিন্তু, দু’সপ্তাহ পার হওয়ার পরও আদালতে সেই তথ্য দিতে পারেনি কমিশন৷ যার দেরে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লতে হয় স্কুল সার্ভিস কমিশনকে৷ এর পর খানিক উচ্চস্বরেই বিচারপতি প্রশ্ন করেন, ‘‘আপনারা কী লুকোতে চাইছেন? কেন লুকোতে চাইছেন?’’ 

এসএসসির চেয়ারম্যান বিচারপতিকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি আগামী দিনে উত্তর জেনে আসবেন৷ কিন্তু, এসএসসির আইনজীবী আদালতে জানানা তিনি আর এসএসসির আইনজীবীর দায়িত্ব পালন করতে চান না! এসএসসির আইনজীবী সুতনু পাত্র বলেন, ডেটা পেতে বেশ কিছু সমস্যা হচ্ছে৷ বারবার চাওয়ার পরও এসএসসির অফিসারদের কাছ থেকে তিনি কোনও সহায়তা পাচ্ছেন না। কিন্তু, বিচারপতি জানান, আর দেরি করা সম্ভব নয়। এর পরই এসএসসির আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *