অল্পদিনের ব্যবধানে দুই জায়গায় বিস্ফোরণ, রাজ্যের রিপোর্ট তলব

অল্পদিনের ব্যবধানে দুই জায়গায় বিস্ফোরণ, রাজ্যের রিপোর্ট তলব

কলকাতা: পাঁশকুড়া এবং ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট তলব করেছে। আগামী ১৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। কিছুদিন আগেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে ভূপতিনগরে বোমা বিস্ফোরণ হয়। অন্যদিকে, পাঁশকুড়ায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ১ শিশুর মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন- ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভ, উত্তাল মেডিক্যাল, হাইকোর্টে গেলেন রোগীর আত্মীয়

কাঁথির বিস্ফোরণের ঘটনায় মামলাকারীদের অভিযোগ, ভূপতিনগরে ফরেনসিক দল এবং বম্ব স্কোয়াড অনেক দেরিতে পৌঁছেছিল। সেই নিয়ে অবশ্য বিতর্ক কিছু কম হয়নি। এদিকে ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তের দাবি জানান হয়েছে এবং জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আগেই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি পাঠিয়েছিলেন। মামলাকারীর দাবি, ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হতে পারে। আসলে কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর পঞ্চায়েতের অন্তর্গত নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় গোটা বাড়ি৷ মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ আরও দুই ব্যক্তির।

ওদিকে, কয়েক দিন আগেই পাঁশকুড়ায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ১ শিশুর মৃত্যুর ঘটনায় বাড়ির মালিকের ২ ছেলেকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ঘটনাতেও কেন্দ্রীয় তদন্তের দাবি জানান হয়েছে। অভিযোগ, বাড়িতে মজুত বাজিতে ব্যাপক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভেঙে পড়ে পাকা বাড়ির একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =