‘শরীর ভাল নেই’ বালুর, জেল কর্তৃপক্ষের কাছে প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য রিপোর্ট চাইল হাই কোর্ট

কলকাতা: শরীর ভালো নেই তাঁর৷ রেশন দুর্নীতির মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর স্বাস্থ্য রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি…

কলকাতা: শরীর ভালো নেই তাঁর৷ রেশন দুর্নীতির মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর স্বাস্থ্য রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর নির্দেশে জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরীক্ষার রিপোর্ট প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারের কাছে জমা দিতে হবে। দু’সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট আদালতে পেশ করতে হবে৷ আগামী ২ অগাস্ট মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে জ্যোতিপ্রিয়র ঠিকানা প্রেসিডেন্সি জেল৷

 

হাই কোর্টে বালুর হয়ে সওয়ার করেন তাঁর আইনজীবী৷ তিনি জানান, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভাল নেই। কিডনিরও অসুখে ভুগছেন তিনি। গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন৷ জেলে যাওয়ার পর থেকে আর কিডনি পরীক্ষা হয়নি। ফলে বর্তমান অবস্থা সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই। প্রয়োজনে যে কোনও চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে বলেও আদালতে জানান তাঁর আইনজীবী। প্রেসিডেন্সি জেলেও স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন করা হয়েছিল৷ তবে কোনও কাজ হয়নি৷