কলকাতা: পৌষ মেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ এই মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন স্থানীয় বাসিন্দা গুরুমুখ জেঠওয়ানি। এক্ষেত্রে শান্তিনিকেতনে পৌষ মেলার জন্য কেন মাঠ ব্যবহার করা যাবে না, তা নিয়ে বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এ বিষয়ে সাত দিনের মধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষকে হলফনামা দিয়ে জানাতে হবে।
আরও পড়ুন: সুন্দরবন নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, হচ্ছে একাধিক স্বাস্থ্যকেন্দ্রও
এদিকে আদালতে বিশ্বভারতীর দাবি, শর্তসাপেক্ষে বিগত বছরগুলিতে মেলার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত। কিন্তু শর্ত মানা হয় না। ব্যবসায়ীরাসহ অন্যান্য ব্যক্তিরা শর্ত মানার উৎসাহ দেখায় না। ফলে পরিবেশ আদালতে বিড়ম্বনায় পড়তে হয় বিশ্ববিদ্যালয়কে। অন্যদিকে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে মেলা হবে না ঠিক, কিন্তু জেলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য মেলা করা হয়। যদি দরকার পড়ে তাহলে আদালত সব পক্ষকে নিয়ে আলোচনা করে একটা পথ বেছে দিক, এমন আর্জি তাদের। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে বিশ্বভারতীকে হলফনামা পেশের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।