হিরণের বিরুদ্ধে তদন্ত চালালেও, গ্রেফতার নয়, নির্দেশ হাই কোর্টের

কলকাতা: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর বিরুদ্ধে ভিত্তিতে তদন্ত চালাতে পারবে পুলিশ। তবে কোনও ভাবে হিরণকে এখনই গ্রেফতার করা…

hiran-chatterjee cannot arrest

কলকাতা: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর বিরুদ্ধে ভিত্তিতে তদন্ত চালাতে পারবে পুলিশ। তবে কোনও ভাবে হিরণকে এখনই গ্রেফতার করা যাবে না। (Hiran Chatterjee case)

সোমবার আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানালেন কলকাতা হাই কোর্টের (High Court) বিচারপতি অমৃতা সিনহা। এর আগে তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি। তবে এখন ভোটপর্ব মিটেছে৷

ফের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পুলিশকে দিলেন বিচারপতি।তাঁর নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া হিরণকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।

আরও পড়ুন

ভোট মিটলেও, এখনও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, খোলা গেল না বহু স্কুল, মামলা হাই কোর্টে

বাংলার ফের নির্বাচন, ‘বিসর্জন’ হবে না তো বিশ্বজিৎ-মুকুটমণি-কৃষ্ণর ‘কেরিয়ার’?

সাধারণ সাংসদ হয়েই থাকে যাবেন অভিজিৎ? হারিয়ে যাবেন রাজনীতির ‘পাঁকে’?

Hiran Chatterjee cannot arrest.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *