কলকাতা: আরামবাগে সদ্যজাত শিশুর নিখোঁজ মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের৷
রাজ্য পুলিশকে নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার৷ সিবিআইকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার৷ রাজ্য পুলিশ এবং সিবিআইয়ে যোগ্য অফিসার থাকলেও তাঁদের সব সময় দমিয়ে রাখা হয়৷ সঠিকভাবে তাঁদের কাজ করতে দেওয়া হয় না বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের৷
আমাদের এমন কিছু করা উচিত নয়, যাতে জনগণের আস্থা ভাঙে৷ রাজ্য সরকার কোনও রাজনৈতিক দলের সরকার হতে পারে না৷ সেটা জনগণ সরকারের৷ এটা ভুলে গেলে চলবে না বলেও পর্যবেক্ষণ আদালতের৷ সদ্যজাত শিশুকে দ্বারকেশ্বর নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ সদ্যজাত নিখোঁজ মামলায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন রাজ্যের৷ আগামী ২২ ডিসেম্বর রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ পুলিশি তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে আরামবাগের পল্লীশ্রী সেতুর উপর থেকে ফেলে দেওয়া সদ্যজাত শিশুর খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ৷ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শিশু নিখোঁজের বিষয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দায়ের হয় মামলা৷